পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Student Protest a Aliah University: একাধিক দাবিদাওয়া নিয়ে রেজিস্ট্রারকে ঘেরাও, আলিয়ায় ছাত্র বিক্ষোভ - আলিয়া বিশ্ববিদ্যালয়ের খবর

বারবার বলেও লাভ হয়নি ৷ তাই এবার রেজিস্ট্রারকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা (Aliah University)৷

ETV Bharat
আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ

By

Published : Mar 27, 2023, 10:47 PM IST

কলকাতা, 27 মার্চ: আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসের সার্বিক পরিকাঠামো উন্নতি-সহ পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা ও গ্রন্থাগারে বই মজুত করার মত একাধিক দাবিদাওয়া নয় আবারও সরব হল পড়ুয়ারা । নিউটাউন ক্যাম্পাসে রেজিস্ট্রারকে ঘেরাও করে সোমবার অবস্থান বিক্ষোভে বসলেন পড়ুয়ারা (Student Protest)।

দীর্ঘ প্রায় 11 মাস আলিয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন (Aliah University News)। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে বহুদিন ধরে ছাত্রছাত্রীরা বাসের সমস্যায় ভুগছেন । প্রায় 6 বাজার 500 ছাত্রছাত্রী পড়াশোনা করেন এখানে । নিউটাউন ক্যাম্পাসে হস্টেল ব্যবস্থা রয়েছে বলে অনেকেই সেখানে থেকে পড়াশোনা করেন । তাই প্রতিদিন নিউটাউন থেকে পার্কসার্কাস পর্যন্ত ক্যাম্পাসে বাসের অভাবে তাঁদের বাদুড় ঝোলা হয়ে যেতে হয় । কারণ পড়ুয়াদের যাতায়াতের জন্য রয়েছে মাত্র দুটি মিনি বাস ও একটি ভাড়া নেওয়া সরকারি বাস । দূরত্ব প্রায় 18 কিলোমিটার । অন্যদিকে নিউটাউন থেকে সরকারি বা বেসরকারি বাসের সংখ্যা খুবই কম তাই সময়মতো কলেজ পৌঁছনোর জন্য পড়ুয়ারা কলেজের বাসে যাওয়াটাই শ্রেয় মনে করেন ।

পড়ুয়াদের আরও একটি অভিযোগ, শিক্ষার্থীর সংখ্যা এত হওয়া সত্ত্বেও হস্টেল মাত্র একটি । নিউটাউন হস্টেল থেকে পার্ক সার্কাস ক্যাম্পাসে ক্লাস করতে যেতে হয় পড়ুয়াদের । এই বিষয়ে আলিয়ার এক বর্তমান পড়ুয়া ইরফান সিদ্দিকী বলেন, "এই সমস্ত বিষয় বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি । তাই আজ ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে ক্লাসের শেষে পার্কসার্কাস ক্যাম্পাসে বাস আটকে দেয় । আমরা বাসের সংখ্যা বাড়ানোর জন্য একাধিকবার দাবি জানিয়েছি । কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে সমাধান সূত্র খুঁজতে এই সপ্তাহেই পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসা হবে ।"

অন্যদিকে, আলিয়ার নিউটাউন ক্যাম্পাসে অর্থনীতি বিভাগের পরিকাঠামো এবং শিক্ষকের অভাবের দাবির পাশাপাশি আরও একাধিক দাবিদাওয়া নয় সরব হয়েছেন পড়ুয়ারা । ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তাঁরা । তাঁদের অভিযোগ, একসঙ্গে অনেকে বসে পড়াশোনা করার কোনও ক্লাসরুম নেই । কারিকুলামে ল্যাব থাকলেও কলেজ ভবনে ঠিকঠাক একটা ল্যাবও নেই । গ্রন্থাগারে পর্যাপ্ত বই নেই ।

ABOUT THE AUTHOR

...view details