পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Presidency University: আইডি কার্ড না-পাওয়ায় সমস্যায় প্রেসিডেন্সির পড়ুয়ারা - প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

স্নাতক এবং স্নাতকোত্তরের স্তরে ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে ৷ কিন্তু এখনও কলেজের পরিচয় পত্র পাননি ছাত্রছাত্রীরা । ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের (ID Card Issue at Presidency University) ৷

Presidency University
আইডি কার্ড না পাওয়ায় সমস্যায় প্রেসিডেন্সির পড়ুয়ারা

By

Published : Nov 16, 2022, 10:05 PM IST

কলকাতা, 16 নভেম্বর: স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম বর্ষের প্রত্যেক ছাত্রছাত্রীকে অবিলম্বে আইডি কার্ড দেওয়ার দাবিতে আজ এসএফআই ছাত্র সংগঠনের পক্ষ থেকে মিছিলের ডাক দেওয়া হয় । এরপর তাঁরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University) কর্তৃপক্ষের কাছে একটি ডেপুটেশন জমা দেয় (ID Card Issue at Presidency University)।

স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শেষ হয়েছে বেশ কিছুদিন হল । তবে এখনও পড়ুয়ারা হাতে পাননি পরিচয় পত্র বা আইডি কার্ড । ফলে সমস্যায় পড়তে হয়েছে ছাত্রছাত্রীদের ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি আনন্দরূপা ধর বলেন, "স্নাতক এবং স্নাতকোত্তরের স্তরে ভর্তির প্রক্রিয়া শেষ । এমনকী ক্লাসও শুরু হয়েছে গিয়েছে । কিন্তু ছাত্রছাত্রীরা এখনও কলেজের পরিচয় পত্র পায়নি । ফলে সমস্যায় পড়তে হয়েছে পড়ুয়াদের ৷ সব থেকে বেশি দুশ্চিন্তার বিষয় হল যে সামনেই ইন্টারনাল পরীক্ষা শুরু হচ্ছে ৷ আর প্রস্তুতির জন্য বহু বই রয়েছে যেগুলো একমাত্র কলেজের লাইব্রেরিতে পাওয়া যায় । আর কার্ড না-থাকায় পড়ার জন্য লাইব্রেরি থেকে বই নিতে পারছে না ছাত্রছাত্রীরা । কর্তৃপক্ষকে বারেবারে জানানো সত্ত্বেও এখনও কার্ড দেওয়া হয়নি । তাই আজ মিছিল করে ডেপুটেশন জমা দেওয়া হয় ডিন অফ স্টুডেন্টস-এর কাছে ।" তিনি আরও জানান, ডিন অফ স্টুডেন্টস এই বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন ।

আরও পড়ুন:পোস্টার ছেঁড়ার অভিযোগে প্রেসিডেন্সিতে উত্তেজনা

ABOUT THE AUTHOR

...view details