কলকাতা, 23 জানুয়ারি : হাতের লেখা উঁচু ক্লাসে গিয়ে সমস্যা হয়ে দাঁড়ায় । পড়াশোনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের মনোযোগের উপরও প্রভাব ফেলে । সেকথা মাথায় রেখে এবার রাজ্য সরকার পরিচালিত প্রাইমারি স্কুলগুলিতে শীঘ্রই চালু হবে হাতের লেখার ক্লাস ।
প্রাইমারি স্কুলে এবার হাতের লেখার ক্লাস - syllabus committee
আগামী শিক্ষাবর্ষে রাজ্য সরকার পরিচালিত প্রাইমারি স্কুলগুলিতে চালু হবে হাতের লেখার ক্লাস । পাশাপাশি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে হাতের লেখার জন্য একটি পৃথক অধ্যায়।
সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, আগামী শিক্ষাবর্ষের আগেই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বিদ্যালয়ের শিক্ষকদের । প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরাই পরে প্রি প্রাইমারি ও প্রাইমারি বিভাগের ছাত্র-ছাত্রীদের হাতের লেখা কীভাবে ভালো করা যায় তা নিয়ে কাজ করবেন । শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি হাতের লেখার জন্য একটি পৃথক অধ্যায়ও পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে । বর্তমানে ক্লাস ওয়ানে তিনটি বই, ক্লাস থ্রিতে সাতটি বই ও ক্লাস ফোর ও ফাইভে আটটি বই রয়েছে । চেয়ারম্যান অভীক মজুমদার জানান, আন্তর্জাতিক নিয়মবিধি অনুযায়ী পুরো প্রশিক্ষণসূচি তৈরি করা হয়েছে । প্রশিক্ষণ চালাকালীন ছাত্র-ছাত্রীদের নানা ধরনের লেখা ও তালুর ব্যায়ামও শিখতে হবে ।
স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, উঁচু ক্লাসে গিয়ে বাজে হাতের লেখা প্রায়শই ভোগায় ছাত্র-ছাত্রীদের । একারণেই সরকারের সাথে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জোর দেওয়া হয়েছে হাতের লেখার উপর । প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের দিয়ে শুরু হবে এই প্রশিক্ষণ ।