পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে কলকাতায় পড়ুুয়াদের মিছিল - পশু চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনায় প্রতিবাদ মিছিল

এই ইশুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে শুরু করেছে বিরোধীরা । আজ প্রতিবাদ মিছিলে BJP -র বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা যায় প্রেসিডেন্সির পড়ুয়াদেরও । আজ তারা বিশ্ববিদ্যালয় থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে । পরে ধর্মতলার চৌমাথার মোড় অবরোধ করে কর্মসূচি শেষ করে তারা ।

protest rally
প্রতিবাদ মিছিল

By

Published : Dec 2, 2019, 8:31 PM IST

Updated : Dec 2, 2019, 10:34 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় বইছে । এবার সেই প্রতিবাদে শামিল হল যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । আজ দুপুরে মিছিল করে প্রতিবাদ জানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়রিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন (FETSU) । আর বিকেলে প্রতিবাদ মিছিল শুরু করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ।

গত বুধবার নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদের সাতাশ বছরের পশু চিকিৎসক ৷ পরদিন সকালে শাদনগর থেকে 30 কিলোমিটার দূরে একটি আন্ডারপাস থেকে তাঁর দগ্ধ মৃতদেহ উদ্ধার হয় ৷ ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে খুন করা হয় তাঁকে ৷ এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

ধর্মতলায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ প্রেসিডেন্সির পড়ুয়াদের

এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই হায়দরাবাদ সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে । দোষীদের মৃত্যুদণ্ডের দাবি তোলা হচ্ছে । আজ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় সংসদের দুই কক্ষও । ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন । বলেন, "এই সমস্ত লোকেদের জনসমক্ষে পেটানো উচিত ।"

চিকিৎসক ধর্ষণের ঘটনায় প্রতিবাদ মিছিল প্রেসিডেন্সির পড়ুয়ারা । দেখুন ভিডিয়ো...

এই ইশুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে শুরু করেছে বিরোধীরা । আজ প্রতিবাদ মিছিলে BJP -র বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা যায় প্রেসিডেন্সির পড়ুয়াদেরও । আজ তারা বিশ্ববিদ্যালয় থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে । পরে ধর্মতলার চৌমাথার মোড় অবরোধ করে কর্মসূচি শেষ করে তারা ।

Last Updated : Dec 2, 2019, 10:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details