কলকাতা, 26 জানুয়ারি: প্রয়াণের 150 বছর পর প্রাক্তন ছাত্রকে বিদায় সংবর্ধনা জানাল কলকাতার হিন্দু স্কুল (Hindu School) ! সেই ছাত্রের নাম মাইকেল মধুসূদন দত্ত (Farewell to Michael) ! তাঁর জন্ম হয়েছিল 1824 সালের 25 জানুয়ারি ৷ অর্থাৎ সেই হিসাবে, বুধবার (25 জানুয়ারি, 2023) তাঁর 199 বছর বয়স পূর্ণ হল ৷ মাইকেল পদার্পণ করলেন 200তম বর্ষে ৷ এই বিরল মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতেই প্রয়াণের 150 বছর (মাইকেল পরলোক গমন করেন 1873 সালের 29 জুন) পর তাঁকে ফেয়ারওয়েল দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরই উত্তরসূরিরা ! অর্থাৎ, হিন্দু স্কুলের বর্তমান পড়ুয়ারা ৷
এই আয়োজন কেন ?
স্কুলের শিক্ষক শুভ্রজিৎ দত্ত ইটিভি ভারতকে জানালেন, "এই পরিকল্পনা সম্পূর্ণভাবে ছাত্রদের মস্তিষ্কপ্রসূত ৷ ওরাই চেয়েছিল, ওদের পূর্বসূরি, বিশ্ববরেণ্য কবিকে শ্রদ্ধা জানাতে ৷ তাই এই আয়োজন ৷ এর জন্য গত এক সপ্তাহ ধরে কার্যত স্কুলেই থেকেছে পড়ুয়ারা ৷ সরস্বতীপুজো, সঙ্গে সাধারণতন্ত্র দিবস পালন, আর তারই সঙ্গে মাইকেলের জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে ৷ মাষ্টারমশাইরা ওদের যতখানি সম্ভব সাহায্য করেছেন ৷ বিশেষ করে মাইকেলকে নিয়ে গবেষণামূলক কাজে আমরা ওদের সহযোগিতা করেছি ৷ কিন্তু, এই আয়োজন ঘিরে ওদের উৎসাহ একেবারেই স্বতঃপ্রণোদিত ৷"