পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরীক্ষার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবস্থান-বিক্ষোভে পড়ুয়ারা - কলকাতা বিশ্ববিদ্যালয়

করোনা পরিস্থিতিতে সমস্ত কিছুই যখন স্বাভাবিকভাবে চলছে, তাহলে 1+1+1 ব্যবস্থার কলকাতা বিশ্ববিদ্যালয় ও অধীনস্থ কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়াদের পরীক্ষা নিতে কী বাঁধা ! পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থানে বসল পড়ুয়ারা ।

পরীক্ষার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবস্থান-বিক্ষোভে পড়ুয়ারা
পরীক্ষার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবস্থান-বিক্ষোভে পড়ুয়ারা

By

Published : Mar 4, 2021, 6:28 PM IST

কলকাতা, 4 মার্চ : 1+1+1 ব্যবস্থার তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়ার দাবিতে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাল বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলির ছাত্র-ছাত্রীরা । এদিন ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটির ডাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত গেট দিয়ে ভিতরে ঢুকে দ্বারভাঙা বিল্ডিংয়ের নিচে অবস্থান-বিক্ষোভে সামিল হয় তারা ।

ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটির ফাউন্ডার কনভেনার অনিক দে "যখন জনজীবনের সমস্ত কিছু স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে, তখন করোনার অজুহাতে পরীক্ষা না নিয়ে ছাত্র-ছাত্রীদের একটা বছর কোনও রকম ভাবে নষ্ট করা চলবে না । প্রতিবছরের মতো এবছরও তৃতীয় বর্ষের পরীক্ষা সঠিক সময়ে নিতে হবে ।"

বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে সিবিসিএস ব্যবস্থায় সিমেস্টার চালু হলেও আগের 1+1+1 ব্যবস্থার বহু পড়ুয়া বিভিন্ন কারণে এখনও কোর্স সম্পূর্ণ করতে পারেনি । এই রকম প্রায় 20 হাজার পড়ুয়া রয়েছে বলে দাবি অনিক দে-র । তাই তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা আগের মতোই নির্ধারিত সময়ে নেওয়ার দাবি তুলেছে । এদিন এই দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত গেট থেকে ঢুকতে গেলেই নিরাপত্তারক্ষীদের বাঁধার সম্মুখীন হয় বিক্ষোভকারীরা ।

আরও পড়ুন : মার্চেই স্নাতক স্তরের অনলাইন পরীক্ষা, নিয়মবিধি স্থির করতে বৈঠক কলকাতা বিশ্ববিদ্যালয়ে

কিন্তু, নিরাপত্তারক্ষীদের বাঁধা না মেনেই তারা বিশ্ববিদ্যালয়ের অন্দরে প্রবেশ করে । বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচে বসে স্লোগান তুলে অবস্থান-বিক্ষোভ দেখাতে থাকে তারা । প্রায় ঘণ্টাখানেক অবস্থান-বিক্ষোভ চলার পর সহ-উপাচার্য ও রেজিস্ট্রার দেখা করতে আসেন । চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে তারা সাক্ষাৎ করেন । বিক্ষোভকারীদের দাবি শুনে তাঁরা বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা অবস্থান প্রত্যাহার করে । অনিক দে অবশেষে বলেন, "যদি কর্তৃপক্ষ পরীক্ষা না নেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব ।"

ABOUT THE AUTHOR

...view details