কলকাতা, 19 অগস্ট: হস্টেলে প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যু । মৃত্যুকে কেন্দ্র করে উঠছে র্যাগিংয়ের অভিযোগ । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে 12 জন প্রাক্তন ও বর্তমান পড়ুয়া । এই ঘটনাতে হস্টেলকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়া । সেই আতঙ্কের জেরে এবার বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন মেস-পিজির দিকে ঝুঁকছে বেশিরভাগ পড়ুয়া ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট থেকে 5 মিনিটের হাঁটাপথ ৷ দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাড়ি ভাড়া দেন অর্জুন রায় । 12 জন ছাত্রের থাকার ব্যবস্থা রয়েছে তাঁর মেসে ৷ বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র তাঁর মেসে থাকেন । প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর থাকার আবেদন নিয়ে ফোন এসেছে বহু ছাত্রের তরফে । মেস মালিক বলেন, "কেউ চাইবে না মেধাবী ছাত্রটিকে নিয়ে গিয়ে বিপদে ফেলে দিতে । হস্টেলের এই ট্র্যাডিশন দীর্ঘদিন ধরে চলে আসছে । যা চলছে এইসব সাময়িক, রাজনীতি । যাদের সামর্থ্য নেই তারা ধার করে হলেও আমাদের সঙ্গে যোগাযোগ করছে ।" একই কথা শোনা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকা অন্যান্য মেসগুলি থেকেও ।
যাদবপুর রেলস্টেশন থেকে মাত্র তিন মিনিট দূরেই রয়েছে আরও একটা পিজি । সেখানেও দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকেন । তবে ওই ঘটনার পর থেকে ঘরের চাহিদা কয়েকগুন বেড়ে গিয়েছে ৷ পিজির মালিক নীলার্দ্ধ দাসের কথায়, বহু ছাত্ররা ভয় পেয়ে যাচ্ছে । বিশ্ববিদ্যালয় নিয়ে ট্রমা কাজ করছে তাদের মনে । ফলে আর কোনওদিন হস্টেলে থাকব না, এমন একটা ভাবনা তাদের মনে কাজ করছে । এমন ঘটনা ঘটলে কেই বা হস্টেলে থাকবে । তাই বহু ছাত্ররা হস্টেল ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছে । এ বছরে অত্যাধিক চাপ রয়েছে ।