কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : ইউনিয়নের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অসুস্থ হয়ে পড়েন উপাচার্য সুরঞ্জন দাশ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কমিটির বৈঠক ছিল। বৈঠকে নিজেদের দাবি জানাতে উপস্থিত হয়েছিল তৃণমূল ও বাম ছাত্র সংগঠনগুলি। অরবিন্দ ভবনের ভিতরে অবস্থান-বিক্ষোভ করছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। অরবিন্দ ভবনের বাইরে অবস্থান-বিক্ষোভ করছিল বাম ছাত্র সংগঠনের সদস্যরা। বৈঠক শেষে উপাচার্য বাইরে আসতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র সংগঠনগুলি। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁদের উপর চড়াও হয় বাম ছাত্র সংগঠনের সদস্যরা। মারধর করা হয় তাঁদের চার সদস্যকে। অন্যদিকে বাম ছাত্র সংগঠনগুলির বক্তব্য, উপাচার্যকে ছেড়ে দেওয়ার পর TMCP-র সদস্যরা অসভ্যতা করে।
তৃণমূল ছাত্র পরিষদের সদস্য মেবার হোসেনের অভিযোগ, "আজ এগজ়িকিউটিভ কমিটির বৈঠক ছিল। সেখানে বামপন্থী ছাত্র সংগঠনগুলি তাঁদের দাবি নিয়ে যায়। আমরাও কিছু দাবি নিয়ে গিয়েছিলাম। আমাদের অবস্থান-বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই চলছিল। বৈঠক শেষে উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বামপন্থী ছাত্র সংগঠনগুলি।"