পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, ধাক্কাধাক্কিতে অসুস্থ উপাচার্য

ইউনিয়নের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অসুস্থ হয়ে পড়েন উপাচার্য সুরঞ্জন দাশ।

ফাইল ফোটো

By

Published : Feb 19, 2019, 9:47 PM IST

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : ইউনিয়নের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অসুস্থ হয়ে পড়েন উপাচার্য সুরঞ্জন দাশ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কমিটির বৈঠক ছিল। বৈঠকে নিজেদের দাবি জানাতে উপস্থিত হয়েছিল তৃণমূল ও বাম ছাত্র সংগঠনগুলি। অরবিন্দ ভবনের ভিতরে অবস্থান-বিক্ষোভ করছিল তৃণমূল ‌ছাত্র পরিষদের সদস্যরা। অরবিন্দ ভবনের বাইরে অবস্থান-বিক্ষোভ করছিল বাম ছাত্র সংগঠনের সদস্যরা। বৈঠক শেষে উপাচার্য বাইরে আসতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র সংগঠনগুলি। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁদের উপর চড়াও হয় বাম ছাত্র সংগঠনের সদস্যরা। মারধর করা হয় তাঁদের চার সদস্যকে। অন্যদিকে বাম ছাত্র সংগঠনগুলির বক্তব্য, উপাচার্যকে ছেড়ে দেওয়ার পর TMCP-র সদস্যরা অসভ্যতা করে।

তৃণমূল ছাত্র পরিষদের সদস্য মেবার হোসেনের অভিযোগ, "আজ এগজ়িকিউটিভ কমিটির বৈঠক ছিল। সেখানে বামপন্থী ছাত্র সংগঠনগুলি তাঁদের দাবি নিয়ে যায়। আমরাও কিছু দাবি নিয়ে গিয়েছিলাম। আমাদের অবস্থান-বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই চলছিল। বৈঠক শেষে উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বামপন্থী ছাত্র সংগঠনগুলি।"

যদিও, TMCP-র অভিযোগ মানতে নারাজ বামপন্থী ছাত্র সংগঠনগুলি। তাদের বক্তব্য, TMCP-র সদস্যরা অসভ্যতা করেছে, মারধর করা হয়েছে। AFSU(আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্স ইউনিয়ন)-র সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, "আজ TMCP-র সদস্যরা গোটা চত্বরটাকে ঘিরে রেখেছিল। আমরা বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। উপাচার্য আমাদের সঙ্গে কোনও কথা না বলে বেরিয়ে যাচ্ছিলেন। আমরা জানতে চাই কেন বেরিয়ে যাচ্ছেন ? আমাদের দুটি দাবি, ইউনিয়ন চাই, ইউনিয়ন ইলেকশন চাই। এই দাবি ছেড়ে আমরা এখান থেকে নড়ছি না।"

অন্যদিকে, তাঁকে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেন উপাচার্য সুরঞ্জন দাস। তিনি বলেন, "আমাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে। শিক্ষক এবং উপাচার্যের সঙ্গে এটা ওদের কী ধরনের আচরণ ? যে কোনও আলোচনার সঠিক পদ্ধতি আছে। আমি শারীরিকভাবে অসুস্থবোধ করছি।" অসুস্থ উপাচার্যকে AMRI হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

শেষ খবর পাওয়া পর্যন্ত, অরবিন্দ ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ করছেন বাম ছাত্র সংগঠনগুলি। নিজেদের দাবি না মানা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছে তারা।

ABOUT THE AUTHOR

...view details