কলকাতা, 3 অক্টোবর : হাথরসের ঘটনার প্রতিবাদে আজ মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বাম ও কংগ্রেসের শাখা সংগঠন । বিক্ষোভ মিছিলে সামিল ছিল বাম ও কংগ্রেসের ছাত্র-যুব-মহিলা সংগঠনগুলি । মিছিল ধর্মতলা পৌঁছাতেই শুরু হয় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি । ভাঙা হয় ব্যারিকেড । দাহ করা হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল । দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ । বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর ।
বাম ও কংগ্রেসের শাখা সংগঠনগুলির তরফে অভিযোগ আনা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে এসে ঠেকেছে । রাজ্যে ধর্ষিতা নারীদের বিচার হয়নি । অথচ, উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী । মিছিল থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্য ফের একবার মোদি-মমতা গোপন আঁতাতের প্রসঙ্গ উসকে দেন । বলেন, "নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় আসলে একই মুদ্রার দুই পিঠ ।"