কলকাতা, 3 জানুয়ারি: বছরের শুরুতে সপ্তাহের প্রথম দিনেই রাজ্যের সব সরকারি স্কুলে পালিত হল 'স্টুডেন্ট উইক'। শিক্ষা সংসদের পক্ষ থেকে দেওয়া নির্দেশিকা মেনেই পালিত হল এই শিক্ষার্থী সপ্তাহের প্রথম দিন । গত মঙ্গলবার উচ্চশিক্ষা দফতর (Department of Higher Education) থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে । সেই নির্দেশিকায় রাজ্য সরকারের অধীনস্থ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও যে কোনও ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছিল । তা মেনেই 2-7 জানুয়ারি রাজ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে (Student Week Celebration) ।
মূলত এই 'স্টুডেন্ট উইক' বা 'শিক্ষার্থী সপ্তাহ'-এর মাধ্যমে পড়ুয়াদের স্কুলের প্রতি উৎসাহ বাড়ানো এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের একটি যোগাযোগ স্থাপন করার চেষ্টা । এই স্টুডেন্ট উইক কর্মসূচির জন্য প্রতি স্কুলে প্রত্যেক পড়ুয়াদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন । যা তুলে দেওয়া হয়েছে পড়ুয়াদের হাতে । পাশাপাশি প্রত্যেক পড়ুয়াদের দেওয়া হয়েছে 'গ্র্যাজুয়েশন সার্টিফিকেট' (Graduation Certificate) । এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে ওঠার পরেই এই শংসাপত্র পাচ্ছেন পড়ুয়ারা । এছাড়াও বিভিন্ন শ্রেণির পড়ুয়াদের ‘হাউস’ তৈরি, অভিভাবকদের সঙ্গে কথোপকথন, ছাত্রছাত্রীদের সামনে বিভিন্ন সরকারি প্রকল্পের কথা তুলে ধরার মতো নানান কাজ করতে হয়েছে । পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা অংশ নিতে পারবে এই সপ্তাহের কর্মসূচিতে ।