পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলেজ ক্যাম্পাসে হোটেল ম্যানেজমেন্ট ছাত্রের রহস্যমৃত্যু - death at college campus

কলেজ ক্যাম্পাসে ছাত্রর মৃতদেহ ৷ মৃতের নাম অরিত্র মুখার্জি ৷

ছবিটি প্রতীকী

By

Published : Aug 29, 2019, 10:27 PM IST

কলকাতা, 29 অগাস্ট : শহরে এক ম্যানেজমেন্ট পড়ুয়ার রহস্যমৃত্যু । কলেজ ক্যাম্পাসের মধ্যেই উদ্ধার হয়েছে তাঁর দেহ । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় ওই কলেজে । মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আজ দুপুরে দক্ষিণ কলকাতার তারাতলার ওই বেসরকারি কলেজ ক্যাম্পাসের মধ্যে থেকে উদ্ধার হয় ছাত্রের মৃতদেহ । মৃতের নাম অরিত্র মুখার্জি । তিনি দমদমের বাসিন্দা । ওই ম্যানেজমেন্ট কলেজেরই থার্ড ইয়ারে পড়তেন । আত্মহত্যা করেছেন না তাঁকে খুন করা হয়েছে এই বিষয়টি এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । অরিত্র বাড়ি থেকে কলেজ যাতায়াত করতেন ৷ আজও তেমনই কলেজে যান ৷

ছাত্রের মৃত্যুর কারণ খুঁজতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ । তবে তাঁর মৃত্যুর নেপথ্যে কলেজ কর্তৃপক্ষের চরম গাফিলতি থাকতে পারে বলে দাবি করেছেন মৃতের কয়েকজন বন্ধু । যদিও এ বিষয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছে ওই কলেজ কর্তৃপক্ষ । ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কিছু বলতে নারাজ তদন্তকারী আধিকারিকরাও ।

ABOUT THE AUTHOR

...view details