পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2 ডিসেম্বর ছাত্রভোট রবীন্দ্রভারতীতে

2 ডিসেম্বর হবে ছাত্রভোট । গতকাল একথা জানান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি । 18,19 ও 20 নভেম্বর নমিনেশন জমা নেওয়া হবে । ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷

ছবি

By

Published : Nov 12, 2019, 4:09 AM IST

Updated : Nov 12, 2019, 6:25 AM IST

কলকাতা, 12 নভেম্বর: 2 ডিসেম্বর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট । গতকাল একথা জানান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি । ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷

এর আগে 17 অক্টোবর একটি নির্দেশিকা জারি করে উচ্চশিক্ষা দপ্তর রাজ্যের চারটি একক বিশ্ববিদ্যালয় (যে বিশ্ববিদ্যালয়গুলির অধীনে কোনও কলেজ নেই )-কে ছাত্রভোট করার অনুমতি দিয়েছিল । সেইমতো, যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী ও ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় ছাত্রভোটের অনুমতি পায় ৷ নির্দেশিকা অনুযায়ী, এই বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের সুবিধামতো স্টুডেন্ট ইউনিয়ন বা স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন করাতে পারে ।

ছাত্রভোট নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারির তিনদিন পরই ছাত্রভোটের দিন ঘোষণা করে দেয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । বিজ্ঞপ্তি জারি করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় জানায়, 14 নভেম্বর ছাত্রভোট হবে । ওইদিনই ঘোষণা করা হবে ফলাফল । ছাত্র সংসদ গঠন করা হবে 15 নভেম্বর । বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলেই ভোট হবে । অন্যদিকে, কয়েকদিন আগে স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ডের বৈঠকে ছাত্রভোট নিয়ে আলোচনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পূর্ববর্তী মডেল অর্থাৎ বিগত বছরগুলিতে যে মডেলে ছাত্র ভোট হয়ে এসেছে এবারও সেই মডেলেই ভোট হবে । শেষ ছাত্রভোট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়ন মডেলে হয়েছিল । তবে, এবছর ছাত্রভোট করা সম্ভব হবে না বলেই জানিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ছাত্রভোট করানোর অনুমতি পাওয়া আর এক বিশ্ববিদ্যালয় হল রবীন্দ্রভারতী । কয়েকদিন আগেই এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে ছাত্রভোট নিয়ে আলোচনা হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে । তারপর বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয়, 2 ডিসেম্বর হবে ছাত্রভোট । কোন মডেলে হবে ছাত্রভোট? ইউনিয়ন না কাউন্সিল? রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি বলেন, "আমাদের যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটেই হবে । আমাদের ইউনিয়ন ফরম্যাট ছিল । প্রক্রিয়া শুরু হয়ে গেছে । বিজ্ঞপ্তিও জারি করা হয়ে গেছে । 18,19 ও 20 নভেম্বর নমিনেশন জমা নেওয়া হবে । ভোটার সংখ্যা 5 হাজার 527 জন।"

Last Updated : Nov 12, 2019, 6:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details