পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue Death in Kolkata: আবারও প্রাণ কাড়ল ডেঙ্গি! দক্ষিণ দমদমে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রীর

Girl Died of Dengue in South Dumdum: এর আগেও দক্ষিণ দমদমে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৷ চলতি মরশুমে দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় মৃত্যুর সংখ্যা হল 10 ৷ প্রবল জ্বরে আক্রান্ত হয়ে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল মতিঝিল গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী, আজ সকালে মৃত্যু হয়েছে ৷

ফাইল ছবি
Dengue Death in Kolkata

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 6:28 PM IST

Updated : Sep 20, 2023, 6:51 PM IST

দমদম, 20 সেপ্টেম্বর: ফের ডেঙ্গির বলি শহর কলকাতায় ৷ বুধবার দক্ষিণ দমদম পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের মতিঝিল গার্লস স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু হল ডেঙ্গিতে। নাম সংযুক্তা পাল ৷ গতকাল থেকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল জ্বর অবস্থায় আজ তার মৃত্যু হয়। চলতি মরশুমে দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় মৃত্যুর সংখ্যা হল 10। দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় যেভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে এলাকার মানুষ যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে পড়েছে ৷

এর আগেও দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় একাধিক লোকের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷ এলাকার বাসিন্দাদের দাবি, দক্ষিণ দমদম পৌরসভা থেকে ঠিকমতো কাজ করা হয় না ৷ এই পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্ত রয়েছে ৷ সমস্ত জায়গা জঞ্জাল ভরতি এবং জল জমে রয়েছে ৷ পৌরসভার কর্মীরা এসে দেখে চলে যান ৷ বৃষ্টি হওয়ার কারণে একাধিক জায়গায় জল জমে রয়েছে ৷ নিকাশি ব্যবস্থার কাজ সম্পূর্ণ বন্ধ ৷ দমদমের বিভিন্ন এলাকাই শুধু নয়, কলকাতাতেও বাড়ছে ডেঙ্গি প্রকোপ।

কলকাতার বুকে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে পরপর। আর ক'দিন পরেই দুর্গাপুজো, তার আগে ডেঙ্গির দাপট চিন্তা বাড়াচ্ছে নাগরিকদের। এই পরিস্থিতিতে কড়া হাতে ডেঙ্গি মোকাবিলায় পথে নেমেছেন কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। পুজো ক্লাবগুলিকে বাঁশের মধ্যে যাতে জল-না জমে থাকে এই মর্মে চিঠি দেওয়া হয়েছে ৷ কারণ জমা জল থেকেই তৈরি হবে মশার আতুঁড়ঘর ৷ ডেঙ্গি প্রতিরোধে ইতিমধ্যেই নানা পদক্ষেপ করেছে প্রশাসন। এলাকায় নজরদারি চালানো হচ্ছে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্রগুলিকে সতর্ক করা হয়েছে। বাড়ি বাড়ি পরিদর্শন ও এলাকায় মশা নিয়ন্ত্রণের জন্য আলাদা দল তৈরি হয়েছে। নিয়মিত এলাকা পরিদর্শন করছেন স্বাস্থ্যকর্মীরা।

আরও পড়ুন:উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি, অগস্টে আক্রান্ত 15 হাজারের বেশি!

Last Updated : Sep 20, 2023, 6:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details