নিউটাউন, 1 জানুয়ারি: বছরের শুরুতেই শহরে পথ দুর্ঘটনার বলি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৷ বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্র শাকিল আহম্মেদের। বিশ্ববিদ্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে এই দুর্ঘটনাটি ঘটেছে (Student Died by Road Accident)৷ পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ৷
ঘাতক গাড়ির চালক পলাতক। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে শাকিল বাড়ি ফেরার জন্য হেঁটে ইকোস্পেসের দিকে যাচ্ছিলেন। সেই সময় কদম পুকুর মোড়ের দিক থেকে একটি গাড়ি দ্রুত গতিতে এসে তাঁকে ধাক্কা মারে। ততক্ষণাৎ শাকিল ছিটকে পড়েন সার্ভিস রোডে। তাঁকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে ঘাতক গাড়ির চালক পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে এসে শাকিলকে হাসপাতালে নিয়ে যায় ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার জেরে নিউটাউন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করেন অন্যান্য় পড়ুয়া।