পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Student Died in Road Accident: নিউটাউনে পথ দুর্ঘটনার বলি এক পড়ুয়া, প্রতিবাদে পথ অবরোধ আলিয়ার ছাত্রদের - পথ দুর্ঘটনা

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্র শাকিল আহম্মেদের। বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুরে। পথ দুর্ঘটনাটি ঘটেছে নিউটাউনের কাছে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে (Student Died by Road Accident) ৷ যার জেরে পথ অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পড়ুয়া ৷

Student Died in Road Accident
নিউটাউনে পথ দুর্ঘটনা

By

Published : Jan 1, 2023, 9:14 PM IST

Updated : Jan 1, 2023, 10:02 PM IST

দুর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধ আলিয়ার ছাত্রদের

নিউটাউন, 1 জানুয়ারি: বছরের শুরুতেই শহরে পথ দুর্ঘটনার বলি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৷ বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্র শাকিল আহম্মেদের। বিশ্ববিদ্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে এই দুর্ঘটনাটি ঘটেছে (Student Died by Road Accident)৷ পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ৷

ঘাতক গাড়ির চালক পলাতক। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে শাকিল বাড়ি ফেরার জন্য হেঁটে ইকোস্পেসের দিকে যাচ্ছিলেন। সেই সময় কদম পুকুর মোড়ের দিক থেকে একটি গাড়ি দ্রুত গতিতে এসে তাঁকে ধাক্কা মারে। ততক্ষণাৎ শাকিল ছিটকে পড়েন সার্ভিস রোডে। তাঁকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে ঘাতক গাড়ির চালক পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে এসে শাকিলকে হাসপাতালে নিয়ে যায় ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার জেরে নিউটাউন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করেন অন্যান্য় পড়ুয়া।

তাঁরা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার দাবি তুলে বিক্ষোভে সামিল হয়েছেন ৷ রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বিক্ষোভের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছন ৷ বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি ৷ পড়ুয়াদের জানান, পুলিশের ওপর আস্থা রয়েছে ৷ পুলিশ খুব দ্রুত তদন্ত করবে ৷ ঘাতক গাড়িক চালককেও খুঁজে বের করবে ৷ কিন্তু একথায় কর্ণপাত না-করে বিক্ষোভকারী পড়ুয়ারা এখনও তাঁদের দাবিতে অনড় ৷ যতক্ষণ না পর্যন্ত পুলিশ ওই গাড়ির চালককে খুঁজে বার করা হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে ৷ অন্যদিকে, টেকনোসিটি থানার পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক ইনোভা গাড়িটি চিহ্নিত করেছে ৷ গাড়ির চালককে খুঁজে বার করে তদন্ত শুরুর প্রক্রিয়া জারি রয়েছে ৷

আরও পড়ুন:অব্যাহত আবাস যোজনা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ, পুরুলিয়ায় পঞ্চায়েত অফিসে পড়ল তালা

Last Updated : Jan 1, 2023, 10:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details