নিউটাউন, 6 অক্টোবর:হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ আটকানো- এমনই ভয়াবহ অবস্থায় পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নিউটাউনে ৷ শুক্রবার নিউটাউন সেকেন্ড লেনের তারুলিয়া এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে পড়ুয়ার দেহ ৷ এই এলাকারই অন্য একটি বাড়িতে থাকতেন সাজিদ হোসেন নামে ওই পড়ুয়া ৷ তিনি মালদার কালিয়াচকের বাসিন্দা ৷ পরিবারের অভিযোগ, অপহরণ করে মুক্তিপণ না পেয়েই ওই পড়ুয়াকে খুন করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনায় গৌতম নামে এক ব্যক্তি-সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই গৌতমের বাড়ি থেকেই পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। সে ওই এলাকায় চা বিক্রি করত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে খবর, চলতি মাসের 4 তারিখ থেকে নিখোঁজ সাজিদ। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এর প্রস্তুতি নিতে নিউটাউনের বক্স ব্রিজ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকাতেন ৷ মৃত যুবকের পরিবারের অভিযোগ, সম্প্রতি তাদের মোবাইলে সাজিদের একটি ছবি আসে ৷ যেখানে তাঁর মুখে সেলোটেপ লাগানো ছিল। এরপরই মুক্তিপণ বাবাদ 30 লক্ষ টাকা দাবি করা হয় ওই পড়ুয়ার পরিবারের লোকজনদের থেকে ৷ সমস্ত ঘটনা জানিয়ে গতকাল বৃহস্পতিবার নিউটাউন থানায় নিখোঁজ ডায়েরি করে ওই যুবকের পরিবার ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷
আরও পডুন:যাদবপুরের গ্রিনপার্কে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার