কলকাতা, 5 এপ্রিল : সরকার নির্ধারিত রেশন বণ্টনে কালোবাজারি রুখতে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াল পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ ৷ চালু করা হল একটি হেল্পলাইন নম্বর ৷ রেশন সম্পর্কিত যাবতীয় অভিযোগ জানাতে ডিলারের নাম, রেজিস্ট্রেশন নম্বর-সহ এই নম্বরে ফোন করলেই হবে ৷ ছাত্র পরিষদে চালু করা হেল্পলাইন নম্বরটি হল 8436050475 ৷
রেশনে কালোবাজারি রুখতে হেল্পলাইন নম্বর চালু ছাত্র পরিষদের - Kolkata
লকডাউনে যাতে সাধারণ মানুষ পর্যাপ্ত রেশনসামগ্রী পায়, সেদিকে নজর রাখতে হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ ৷ রেশন সম্পর্কিত যেকোনও অভিযোগ এই নম্বরে জানানো যাবে ৷ তবে সঙ্গে জানাতে হবে রেশন ডিলারের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ৷
লকডাউন চলাকালীন খাদ্য বণ্টন নিয়েও প্রচুর অভিযোগ আসছে ছাত্র পরিষদের হেল্পলাইন নম্বরে । রাজ্যের যে কোনও এলাকায় সরকার নির্ধারিত রেশন বণ্টনে অস্বচ্ছতা এবং কালোবাজারির অভিযোগ করছে সাধারণ মানুষ । এমনই জানালেন ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ । এবার থেকে রেশন সম্পর্কিত অভিযোগ এলে সমাধানের জন্য তা সরাসরি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে । রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ বলেন, "প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচিতে কোনওভাবেই অংশগ্রহণ করল না রাজ্যের ছাত্র পরিষদের সদস্যরা । আলো নেভাল না তারা । 130 কোটি মানুষের সঙ্গে প্রতারণা করছেন দেশের প্রধানমন্ত্রী । আলো নেভানোর সঙ্গে যদি কোরোনা ভাইরাস নির্মূল হওয়ার কোনও সম্পর্ক থাকত, তাহলে গোটা বিশ্ব অন্ধকার হয়ে যেত ।"
নরেন্দ্র মোদি এই সংকটময় মুহূর্তেও রাজনীতি করছেন বলে অভিযোগ রাজ্য ছাত্র পরিষদের । চিকিৎসকদের সুরক্ষা নেই অথচ প্রধানমন্ত্রী রাজনীতি করছেন । প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কোরোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা নিয়ে দ্বিচারিতা করছেন । রাজ্য ছাত্র পরিষদ মুখ্যমন্ত্রীর আচরণ এবং প্রধানমন্ত্রীর রাজনীতির তীব্র নিন্দা জানিয়েছে । সরকারি নির্দেশিকা মানলেও, অবৈজ্ঞানিক পন্থার সঙ্গে নেই রাজ্যে ছাত্র পরিষদ । আজ সেকথা স্পষ্ট জানিয়ে দিলেন সৌরভ প্রসাদ ।