পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জোকা IIM-র হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার - Joka IIM

IIM ছাত্রীর সম্প্রতি বিয়ে হয় । তাঁঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন ।

Student committed suicide at Joka IIM
জোকা IIM-এ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

By

Published : Oct 31, 2020, 9:54 PM IST

কলকাতা, 31 অক্টোবর : জোকা IIM ক‍্যাম্পাসের হস্টেল থেকে ম্যানেজমেন্ট ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ম্যানেজমেন্ট পড়ুয়ার নাম পায়েল খান্ডেলওয়াল। বয়স 28 বছর। আজ দুপুরে দরজা খুলছেন না দেখে তাঁর সহপাঠী ও নিরাপত্তারক্ষীরা খবর দেন পুলিশে। পুলিশ এসে হস্টেলের দরজা ভেঙে পায়েলের ঝুলন্ত দেহ উদ্ধার করে । যেহেতু দরজা ভেতর থেকে বন্ধ ছিল তাই পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন তিনি। দেহ বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি বিয়ে হয়েছিল তাঁঁর। স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। তাঁঁর বাবা থাকেন বাগুইআটিতে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ ।

For All Latest Updates

TAGGED:

Joka IIM

ABOUT THE AUTHOR

...view details