কলকাতা, 13 অগাস্ট : কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের হস্টেলে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তদন্ত কমিটি গঠনের দাবি জানাল মেডিকেল কলেজ কলকাতা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (MCKRDA) ৷ অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়াদের সংগঠন মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (MCDSA) তরফেও । যদিও এই বিষয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি ।
পড়ুয়াদের ওই সংগঠনের তরফে বৃহস্পতিবার বলা হয়েছে, মেডিকেল কলেজ ও হাসপাতালের হস্টেলে এক ছাত্রীকে যৌন নির্যাতন করেছে এক চিকিৎসক । এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকটি দাবি পেশ করেছে সংগঠন । এই দাবিগুলির মধ্যে রয়েছে, অবিলম্বে কলেজ স্তরে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে গোটা বিষয়টি দ্রুত খতিয়ে দেখতে হবে । তদন্ত কমিটিতে কোনও গোপন শক্তির প্রভাব খাটানো কোনওভাবেই সহ্য করা হবে না । অভিযুক্ত বা তার ঘনিষ্ঠদের কোনওমতেই এই কমিটির অংশ হতে দেওয়া যাবে না ।