কলকাতা, 1 মে: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হেনস্থার গুরুতর অভিযোগ উঠল । অভিযোগ, লুকিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শৌচালয়ে ভিডিয়ো তোলা হয়েছে ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে ধরা পড়ল বিশ্ববিদ্যালয়েরই স্নাতকের এক ছাত্র। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ে । চিঠি দিয়ে অপরাধ স্বীকার করে নিয়েছে সেই ছাত্র ৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এহেন ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে শিক্ষামহলে ।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে গত সপ্তাহের বুধবার । তবে খবরটি প্রকাশ্যে এসেছে রবিবার ৷ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ডিরোজিও ভবনে ছাত্র এবং ছাত্রীদের শৌচালয়ের মাঝে শুধুই রয়েছে একটি দেওয়াল । এমনকী সেই দেওয়ালের মাঝে একটি ফুটোও রয়েছে । যা চোখে পড়েছিল অভিযুক্ত ছাত্রের । সেখানেই সে তার মোবাইলের ক্যামেরাকে ফিট করে ছাত্রীদের গোপন ভিডিয়ো করত বলে অভিযোগ ।
জানা গিয়েছে, এরকম ভাবেই এক ছাত্রীর ভিডিয়ো করার সময় সেই ছাত্রী দেখে ফেলেন ওই ছাত্রকে । ছাত্রীটি বিষয়টি লক্ষ্য করে ততক্ষণাৎ বিষয়টি সব ছাত্রীকে ডেকে জানান ৷ তখন সবাই ওই ছেলেটিকে হাতেনাতে ধরে ফেলেন । তারপরেই ছাত্রীরা অভিযোগ জানান ডিন অব স্টুডেন্টের কাছে । সিসিটিভি ফুটেজ দেখে ছাত্রীরা অভিযুক্তকে শনাক্তও করেন । পরবর্তীকালে চিঠি দিয়ে সম্পূর্ণ ঘটনাটা স্বীকার করে নেয় ওই ছাত্র ।