পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad on Illegal Builduing: বেআইনি নির্মাণের অভিযোগে কড়া ফিরহাদ, বরো একজিকিউটিভকে শোকজের নির্দেশ - বেআইনি নির্মানের অভিযোগে কড়া ফিরহাদ

শুক্রবার কলকাতা পৌরসভায় ছিল 'টক টু মেয়র' অনুষ্ঠান ৷ সেখানেই বেহালার এক বাসিন্দা এক প্রোমোটারের বিরুদ্ধে নিয়ম না-মেনে নির্মাণের অভিযোগ করেন (Firhad Hakim in Talk to Mayor) ৷

ETV Bharat
ফিরহাদ হাকিম

By

Published : Feb 10, 2023, 10:57 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: মানা হয়নি পৌর আইন ৷ নীচের তলায় নেই কোনও গাড়ি রাখার জায়গা । গ্যারেজের জায়গায় দেওয়াল তুলে তৈরি হয়েছে দোকান ঘর ও ফ্ল্যাট । সেসব বিক্রিও করা হয়েছে দেদার । তবে বিল্ডিংয়ের অনুমোদিত নকশায় তেমনটা ছিল না । নীচের তলায় গ্যারেজের নকশা দেখানো হয়েছিল ৷ কিন্তু পরে সবটাই হয়েছে বেআইনিভাবে । শুক্রবার কলকাতা পৌরসভার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এমনটাই অভিযোগ পেলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) । অভিযোগকারী বেহালার এক জনৈক বাসিন্দা ।

নাগরিকের কাছ থেকে এই অভিযোগ পাওয়া মাত্রই কঠোর মনোভাব দেখালেন মেয়র ফিরহাদ হাকিম । সংশ্লিষ্ট বরো আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি (Firhad Hakim against illegal construction) । মেয়রের হুঁশিয়ারি, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিল্ডিংয়ের এলবিএসকে কালো তালিকাভুক্ত করা হবে । এর সঙ্গেই বরো একজিকিউটিভ অফিসারকেও শো-কজ করতে বিল্ডিং বিভাগের ডিজি'কে নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র (Kolkata Mayor Firhad Hakim) ৷

এদিন 'টক টু মেয়র' অনুষ্ঠানে বেহালার 125 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা অভিযোগ করেন, তাঁরা যে ফ্ল্যাটে থাকছেন, সেখানে কোনও পার্কিং এরিয়া নেই । যদিও ফ্ল্যাটের অনুমোদিত নকশায় পার্কিংয়ের জায়গা দেখানো হয়েছিল । সেই বলেই ফ্ল্যাট বিক্রি করা হয়েছিল তাঁদের । পরে দেখা যায় সংশ্লিষ্ট প্রোমোটার সেখানে বিল্ডিংয়ের তলায় গ্যারেজের অংশে দোকানঘর এবং ফ্ল্যাট বানিয়ে ফেলেছেন । এমনকি সেগুলি মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন । এই পরিস্থিতিতে ভুক্তভোগী ওই ব্যক্তি প্রথমে স্থানীয় পৌর ইঞ্জিনিয়ার ও পরে পৌর কর্তাদের কাছে অভিযোগও করেন ৷

আরও পড়ুন: ডিএ দাবিতে আমরণ অনশন, আন্দোলনকারীদের বেনজির আক্রমণ ফিরহাদের

কিন্তু তাতে কাজ না হওয়ায় শেষে এদিন তিনি মেয়রের দারস্থ হন ৷ এদিন ফোনে ওই নাগরিকের সঙ্গে কথা বলে মেয়র জানতে পারেন, ওই ফ্ল্যাটটি সিসিও পেয়ে গিয়েছে । ওই ওয়ার্ড 16 নম্বর বরোর অন্তর্গত । এই অভিযোগের উপর ভিত্তি করে বিল্ডিং বিভাগের ডিজি’র উদ্দেশ্যে ফিরহাদ হাকিম প্রশ্ন করেন, এলবিএস কিংবা বরো একজিকিউটিভ অফিসার সরেজমিনে খতিয়ে না দেখে কীভাবে সিসি দিলেন? মেয়রের স্পষ্ট বার্তা, "অফিসে বসে থেকে কাজ করলে হবে না । প্রত্যেক অফিসারকে নিজের এলাকা ঘুরে দেখতে হবে । অভিযোগ আসার পর ব্যবস্থা নেব, এই মানসিকতা নিয়ে চললে হবে না । নিজেদেরই সমস্যা খুঁজে বার করে তার সমাধান করতে হবে ।" এর পরেই কড়া সুরে ফিরহাদ বলেন, "অভিযোগ খতিয়ে দেখুন । ওই বরোর একজিকিউটিভ অফিসারকে শো-কজ করুন ।" ডিজিকে আরও দৃঢ় হওয়ার নির্দেশ দেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details