কলকাতা, 29 মার্চ :শ্রমিক সংগঠনের ডাকা দু'দিনের ধর্মঘটের আজ দ্বিতীয় দিন (48 Hours Bharat Bandh) ৷ বনধ সফল করতে বাম নেতা-কর্মীরা এদিনও সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন ৷ পালটা ধর্মঘটীদের আটকাতে রাজপথে নেমেছে পুলিশও ৷
কলকাতার বিভিন্ন অংশে ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমে অবরোধ, মিছিল শুরু করেছেন বামকর্মীরা । যাদবপুরে মিছিলে পুলিশ বাধা দিলে শুরু হয় বচসা, ধস্তাধস্তি । বেশ কয়েকজন ধর্মঘটীকে আটক করে পুলিশ (Strike supporters arrested) । উত্তেজনা ছড়ায় যাদবপুরের সাপুইপাড়া মোড়ে । মিছিলের নেতৃত্বে ছিলেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ও সিপিআই(এম) রাজ্য কমিটির নেতা সৃজন ভট্টাচার্য ।