কলকাতা, 5 এপ্রিল : গরু পাচারকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদ করতে বুধবার সিবিআই কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (CBI Summons Anubrata Mandal) ৷ সূত্রের খবর, বুধবার সিবিআই দফতরে হাজিরা দিতে পারেন অনুব্রত ৷ তাই ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে তিনি কলকাতায় এসে পৌঁছেছেন ৷ জানা গিয়েছে, আগামিকাল নিজাম প্যালেসে অনুব্রতর হাজিরা ও জিজ্ঞাসাবাদ চলাকালীন যাতে আইন-শৃঙ্খলার কোনও অবনতি না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ ।
লালবাজার সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের এই আগমণ উপলক্ষে তাঁর অনুগামী ও তৃণমূল কর্মী-সমর্থকরা নিজাম প্যালেসে সিবিআই দফতরের বাইরে ভিড় করতে পারেন ৷ ফলে ব্যহত হতে পারে ওই এলাকার যান চলাচল ৷ সাময়িক উত্তেজনা ছড়ানোর বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ এই আশঙ্কায় তাই ভবানীপুর এবং শেক্সপিয়ার সরণি থানার পুলিশকে নিজাম প্যালেসে মোতায়েন করছে লালবাজার ।