পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যারিকেডে মোড়া রবীন্দ্র সরোবরে কড়া পুলিশি পাহারা, বিক্ষিপ্ত গন্ডগোল - KMDA

রবীন্দ্র সরোবরের পাঁচটি গেটকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে । এই পাঁচটি গেট সবথেকে বেশি স্পর্শকাতর । সেগুলি হল বুদ্ধ মন্দির গেট, সাদার্ন অ্যাভিনিউয়ের মেনকা সিনেমা হল সংলগ্ন গেট, লেক গার্ডেন স্টেশন সংলগ্ন তিন নম্বর গেট, গোবিন্দপুর রেললাইনের ধারে গেট ।

রবীন্দ্র সরোবর
রবীন্দ্র সরোবর

By

Published : Nov 20, 2020, 11:25 AM IST

কলকাতা, 20 নভেম্বর: গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে KMDA । তাই এবার আর গেটে তালা নয় । ব্যারিকেডে মুড়ে ফেলা হয়েছে রবীন্দ্র সরোবর । গত রাত 12টা থেকে আজ বিকেল 3টে পর্যন্ত রবীন্দ্র সরোবরে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । গ্রিন ট্রাইবুনালের নির্দেশ কার্যকর রয়েছে মোতায়েন রয়েছে KMDA-র নিরাপত্তারক্ষী এবং পুলিশ । কিন্তু তারপরও আজ সকাল থেকে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও জটলা তৈরি হচ্ছে ।

KMDA সূত্রে জানা গেছে, রবীন্দ্র সরোবরের পাঁচটি গেটকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে । এই পাঁচটি গেট সবথেকে বেশি স্পর্শকাতর । সেগুলি হল বুদ্ধ মন্দির গেট, সাদার্ন অ্যাভিনিউয়ের মেনকা সিনেমা হল সংলগ্ন গেট, লেক গার্ডেন স্টেশন সংলগ্ন তিন নম্বর গেট, গোবিন্দপুর রেললাইনের ধারে গেট । গত বছর মূলত এই গেটগুলিতেই গন্ডগোল দেখা দেয় । রবীন্দ্র সরোবরের গেটের তালা ভেঙে দেন কয়েকজন । প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে রীতিমতো বচসা বেধে যায় ছটপুজো করতে চাওয়া ওই যুবকদের । সরোবর থানা থেকে পুলিশকর্মীরা এসে গন্ডগোল থামান ৷ কিন্তু পরে আবার শুরু হয় বিক্ষোভ । ভেঙে ফেলা হয় গেটের তালা । তারপর থেকে আর পুলিশকর্মীদের দেখা মেলেনি । দুপুর গড়াতেই যথারীতি রবীন্দ্র সরোবরে শুরু হয়ে যায় ছট পুজো ।

সরোবরের পাঁচিল মুড়ে ফেলা হচ্ছে টিনের ব্যারিকেডে

KMDA-র কাছে রয়েছে আরও একটি চ্যালেঞ্জ । আমফানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে CCTV । অথচ সরোবরের নিরাপত্তায় এই ক্যামেরা লাগানোর কথা বলেছিল গ্রিন ট্রাইবুনাল । সম্প্রতি দেখা যায় সেই ক্যামেরাগুলির অধিকাংশই খারাপ হয়ে গেছে । ফলে আজকের দিনে নজরদারি করতে যথেষ্ট সমস্যায় পড়তে হবে KMDA-কে । সেই সূত্রে পুলিশের সঙ্গে বৈঠকে ঠিক হয়েছে আলাদাভাবে ক্যামেরা দিয়ে ছবি তোলা হবে রবীন্দ্র সরোবরের । পরবর্তীকালে আদালতে যদি কোনও জটিলতা তৈরি হয় তাহলে সেই ফুটেজ দেওয়া হবে ।

রবীন্দ্র সরোবরের গেটগুলিতে দুটি করে ব্যারিকেড তৈরি ছাড়াও যেসব অংশের পাঁচিল অনেক নিচু সেখানে লাগানো হয়েছে টিনের ব‍্যারিকেড । রবীন্দ্র সরোবরের প্রাতভ্রমণকারীদের একাংশের অভিযোগ, আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোবিন্দপুর রেল কলোনির দিকের গিট দিয়ে কেউ কেউ ঢোকার চেষ্টা করছে । কিন্তু পুলিশের সতর্কতায় সেই চেষ্টা এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে । অন্যদিকে আদালতের নির্দেশ মানা হবে না বলে সুভাষ সরোবর এলাকার বাসিন্দারা অনেকেই জানিয়েছিলেন । তাঁরা সুভাষ সরোবরেই ছট পুজো করতে চান । সুভাষ সরোবরকে সুরক্ষিত করতে আজ সকালে গেটগুলিতে বসানো হচ্ছে ব্যারিকেড । সেখানেও পুলিশ মোতায়েন রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details