কলকাতা, 7 জুলাই : লকডাউন শিথিল করায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে ৷ এই বিষয়ে বারবার সতর্কতা অবলম্বনের জন্য বিভিন্ন মহল থেকে বার্তা দেওয়া হয়েছিল ৷ এবার সেই পথেই হাঁটল রাজ্য সরকার ৷ জারি করা হল নির্দেশিকাও ৷ নবান্নের তরফে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের কনটেনমেন্ট জ়োনগুলিতে ফের কড়াভাবে লকডাউন পালন করতে হবে ৷ 9 জুলাই বিকেল পাঁচটা থেকে এই লকডাউন কার্যকর করা হবে ৷
নবান্ন থেকে আজ এই নির্দেশিকা রাজ্যের সব জেলায় পাঠানো হয়েছে ৷ জেলাশাসকদের কাছে পাঠানো এই নির্দেশিকায় লকডাউনের সমস্ত বিবরণ দিয়ে দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ নির্দেশিকায় স্পষ্টভাবে বিভিন্ন বিধিনিষেধেরও উল্লেখ করা হয়েছে ৷ বলা হয়েছে, এই সমস্ত কনটেনমেন্ট জ়োনে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখতে হবে ৷ জরুরি পরিষেবা ছাড়া যে কোনও পরিষেবাই এই জ়োনগুলিতে বন্ধ রাখতে হবে ৷ যে কোনও রকমের জমায়েতেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা ৷ বন্ধ রাখা হবে শিল্প, ব্যবসা ও বাজারের কার্যকলাপও ৷ জরুরি ছাড়া সবরকম পরিবহনও বন্ধ রাখার কথা বলা হয়েছে এই নির্দেশিকায় ৷