কলকাতা, 28 এপ্রিল : হাওড়ার টিকিয়াপাড়ার ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে । ইতিমধ্যেই ওই হামলায় অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে গেছে। যারা ওই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে । এমনই জানিয়ে দিল স্বরাষ্ট্র দপ্তর।
হাওড়ার ঘটনায় কড়া পদক্ষেপ, জানাল স্বরাষ্ট্র দপ্তর
নবান্ন সূত্রে খবর, হাওড়ার পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র সচিব।
আজ বিকেলে টিকিয়াপাড়ার বাজার এলাকায় অযথা ঘোরাঘুরি করছিল বেশ কয়েকজন । পুলিশ তাদের বাড়ি যেতে বললে পুলিশের সঙ্গে বচসা বেধে যায় ওই যুবকদের । পরে হাতাহাতি শুরু হয় । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । উত্তেজিত কয়েকজন ভাঙচুর চালায় পুলিশের গাড়িতে । পরে পরিস্থিতির সামাল দিতে এলাকায় RAF নামানো হয় ।
তারপরই স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়, ঘটনায় অভিযুক্তদের শাস্তি দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ করা হবে । নবান্ন সূত্রে খবর, হাওড়ার পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র সচিব।