কলকাতা, 28 এপ্রিল : হাওড়ার টিকিয়াপাড়ার ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে । ইতিমধ্যেই ওই হামলায় অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে গেছে। যারা ওই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে । এমনই জানিয়ে দিল স্বরাষ্ট্র দপ্তর।
হাওড়ার ঘটনায় কড়া পদক্ষেপ, জানাল স্বরাষ্ট্র দপ্তর - corona virus news
নবান্ন সূত্রে খবর, হাওড়ার পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র সচিব।
আজ বিকেলে টিকিয়াপাড়ার বাজার এলাকায় অযথা ঘোরাঘুরি করছিল বেশ কয়েকজন । পুলিশ তাদের বাড়ি যেতে বললে পুলিশের সঙ্গে বচসা বেধে যায় ওই যুবকদের । পরে হাতাহাতি শুরু হয় । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । উত্তেজিত কয়েকজন ভাঙচুর চালায় পুলিশের গাড়িতে । পরে পরিস্থিতির সামাল দিতে এলাকায় RAF নামানো হয় ।
তারপরই স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়, ঘটনায় অভিযুক্তদের শাস্তি দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ করা হবে । নবান্ন সূত্রে খবর, হাওড়ার পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র সচিব।