কলকাতা, 20 ডিসেম্বর:সঙ্গীত মানবজাতির একটি সর্বজনীন ভাষা । তা সে পাখির কিচিরমিচির শব্দ হোক বা, নদীর কুলকুল ধ্বনি ৷ মন্দিরের পবিত্র সঙ্গীত, মসজিদের আজান সব মিলিয়ে সঙ্গীত সর্বত্র । এরই পাশে বিশেষভাবে জায়গা করে নিয়েছে গ্রামের পথশিল্পীদের ভোরবেলার ভক্তিমূলক গান এবং বিয়ের অনুষ্ঠান বা ধর্মীয় উৎসব উদযাপনে ব্যান্ড পার্টির মিউজিশিয়ানদের মিউজিক । পথই এঁদের প্রধান মঞ্চ । এঁদের শিল্পীসত্তাকে সম্মান জানাতে গত দু'বছর ধরে স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের (Street Music Festival) আয়োজন করে আসছেন লন্ডনের এনআরআই সঙ্গীতশিল্পী সোমা দাস এবং এই শহরের স্বনামধন্য সঙ্গীত আয়োজক সুদীপ্ত চন্দ । শহর কলকাতা এই মিউজিক ফেস্টিভ্যালের আগের দুটি সিজনের সাক্ষী ছিল 2020, 2021 সালে ।
চলতি বছর 24 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এর তৃতীয় সিজন । 'ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমি', সোমা দাসের 'ড্যাফোডিল ইনকর্পোরেট'-এর সহযোগিতায় সুদীপ্ত চন্দ'র এ এক অনন্য সাধারণ উদ্যোগ, তা বলাই বাহুল্য । শিল্পী তালিকায় রয়েছেন পার্ক স্ট্রিটের বাঁশি বিক্রেতা মহম্মদ ইব্রান এবং তাঁর বন্ধুরা, শহরের দুই যুবক সৌরজ্যোতি এবং কৃষ্ণেন্দু । তাঁরা রাস্তায় বেহালা ও গিটার বাজান এবং স্ট্রিট মিউজিক করেন । তাঁদের দলের নাম 'থার্ড স্টেজ'।