পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেলের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিট গঠন লালবাজারের

লালবাজার সূত্রের খবর, ওই বহুতলের 13 তলায় তারের কুণ্ডলী ছিল । 12 তলায় ছিল কাঠের প্লাইউড ৷

strand road fire incident lalbazar form sit to probe
strand road fire incident lalbazar form sit to probe

By

Published : Mar 9, 2021, 8:30 PM IST

কলকাতা, 9 মার্চ : বৈদ্যুতিক তার থেকে আগুন লেগেছে । স্ট্র্যান্ড রোডে অগ্নিকাণ্ডের তদন্তে নেমে প্রাথমিক অনুমান লালবাজারের গোয়েন্দাদের । পাশাপাশি এই ঘটনায় সাত সদস্যের সিট গঠন করল কলকাতা পুলিশ । ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নেমেছে ।

লালবাজার সূত্রের খবর, ওই বহুতলের 13 তলায় তারের কুণ্ডলী ছিল । কীভাবে একটি সরকারি অফিসে দীর্ঘদিন ধরে তারের কুণ্ডলী পড়ে থাকতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে । পাশাপাশি 12 তলায় ছিল কাঠের প্লাইউড ৷ তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিল্ডিংয়ের চারপাশে । আজ সকালেই লালবাজারের হোমিসাইড বিভাগের কয়েকজন আধিকারিক বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করেন ৷ পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ । ভারতীয় দণ্ডবিধির 304-এ ধারায় ডেথ টু দ্য নেগ্লিজেন্সের অভিযোগ আনা হয়েছে ।

আরও পড়ুন : কয়লাঘাটায় রাজ্যপাল, দমকলের পরিকাঠামো নিয়ে তুললেন প্রশ্ন

সোমবার সন্ধ্যায় রেলের ওই বহুতলে আগুন লাগে ৷ প্রথমে আগুন লাগে 13 তলায় ৷ পরে তা ছড়িয়ে পড়ে 12 তলায় ৷ দমকলের 17টি ইঞ্জিনের সাহায্যে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ তবে, এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ ঘটনায় একাধিক দমকল আধিকারিক ও পুলিশের মৃত্যু হয়েছে । মৃতদের পরিবারপিছু 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । জানিয়েছেন, ক্ষতিপূরণ ছাড়া মৃতদের পরিবারপিছু এক জনকে সরকারি চাকরিও দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details