কলকাতা, 19 এপ্রিল : ভোট যত এগিয়েছে ততই বাড়ছে রাজনৈতিক সংঘর্ষ ৷ কখনও রাজ্য়ের শাসকদলের বিরুদ্ধে বিপক্ষ দলের প্রার্থীকে মারধরের অভিযোগ উঠছে, তো কখনও শাসকদলের প্রচারে হামলার অভিযোগও নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ এবার ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের প্রচারের সময় হামলার অভিযোগ উঠল ৷ অভিযোগের তীর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে কলকাতার খিদিরপুরের 77 নম্বর ওয়ার্ডে ৷
হামলার বিষয়ে রুদ্রনীল ঘোষ বলেন, ‘‘ আজ সকালে খিদিরপুরে ভোটের প্রচারে গিয়েছিলাম ৷ আমাদের মিছিল চলছিল শান্তিপূর্ণভাবেই ৷ সবই ঠিক ছিল ৷ লোকেরা স্বতস্ফূর্তভাবে আমাদের মিছিলে যোগ দিয়েছিলেন ৷ কিন্তু হঠাৎই শুরু হল ইটবৃষ্টি ৷ আমাদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হন ৷ তবে আমাদের আগেও বাধা দেওয়া হয়েছে ৷ এখন রাজ্যে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না ৷’’