কলকাতা, 12 অক্টোবর: এবার দুর্গাপুজো বাড়িতেই কাটবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বৃহস্পতিবার এমন কথা জানালেন মুখ্যমন্ত্রী নিজেই । তবে প্রতি বছরের মতো এবারও চেতলা অগ্রণীর দুর্গা প্রতিমার চক্ষুদান করবেন মমতা । এদিন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা চেতলা অগ্রণীর সভাপতি ফিরহাদ হাকিম জানান, বাড়িতেই দেবীর চোখ আঁকবেন মুখ্যমন্ত্রী। পরে সেই চোখ এনে মূর্তিতে স্থাপন করা হবে । সুতরাং পুজোর মধ্য়ে আর বাড়ির বাইরে বেরোচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্য়ায় ।
বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি থেকে 788 টি পুজোর ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় কলকাতার বেশ কয়েকটি নামকরা পুজো যেমন শ্রীভূমি স্পোর্টিং, টালা প্রত্যয়, এন্টালি মাতৃভূমির পুজোও ছিল । পাশাপাশি একাধিক জেলার পুজোর উদ্বোধনও সেরেছেন মুখ্যমন্ত্রী । এদিন পুজোর উদ্বোধনের সময়ই মুখ্যমন্ত্রী জানান, জলপাইগুড়িতে সফরকালে তাঁর পায়ে চোট লাগে । পরে স্পেনে সফরকালে আচমকা পা পিছলে পড়ে সেই একই জায়গায় ফের চোট লাগে তাঁর।
যেহেতু বিদেশ সফরের সঙ্গে রাজ্যের স্বার্থের বিষয় জড়িত ছিল সে কারণে চোট নিয়েই কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি । ফিরে এসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাও করান মুখ্যমন্ত্রী। কিন্তু সমস্যা হল সেই পুরনো চোটই এখন বেজায় ভোগাচ্ছে তাঁকে । সেই চোটের জায়গায় একটি অস্ত্রোপচারও হয়েছে তাঁর । মুখ্যমন্ত্রী জানান, এখন সেই জায়গায় ইনফেকশন হয়ে গিয়েছে । সুতরাং বেশি হাঁটাচলা করলে সেই ইনফেকশন বাড়তে পারে । তাই আপাতত তিনি গৃহবন্দী থাকছেন ।