কলকাতা, 9 জানুয়ারি: কলকাতা থেকে সম্প্রতি আইএস জঙ্গি সন্দেহে ধৃত মহম্মদ সাদ্দাম ও সইদ আহমেদকে জেরা করে একাধিক তথ্য পেয়েছেন লালবাজারের গোয়েন্দারা ৷ দুদিন আগেই তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ ৷ সেই তথ্যের ভিত্তিতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে এসটিএফ এর দল ৷ জানা গিয়েছে ধৃত সাদ্দামের বাড়ি থেকে তদন্তকারীরা একটি ডায়েরি উদ্ধার করেছেন ৷ সেই ডায়েরিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে সাদ্দাম আইএস নামের জঙ্গি সংগঠনে যোগ দিয়ে শপথ বাক্য পাঠ করেছিল (Suspected ISIS Terrorists) ৷
কে বা কারা সাদ্দামকে এই শপথ বাক্য পাঠ করিয়েছিল তাও জানতে পেরেছেন তদন্তকারীরা ৷ আরও জানা গিয়েছে এই জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্য সাদ্দাম আরবি ভাষাও শিখেছিল ৷ পাশাপাশি, সাদ্দামের ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক সামগ্রী ৷ ইতিমধ্যেই এই জঙ্গি যোগের তদন্তে কলকাতা পুলিশের এসটিএফের বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে । সেই দলগুলি ভিন রাজ্যের উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছে । লালবাজার সূত্রের খবর ভিন রাজ্যে গিয়ে সেখানকার পুলিশের সঙ্গে কথা বলে বিভিন্ন এলালায় এলাকায় তল্লাশি চালাবেন তদন্তকারীরা (STF arrested suspected ISIS terrorists) ।