পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shoot out : নিউটাউনে এসটিএফ-দুষ্কৃতী গুলির লড়াই, হত 2

সাপুরজি আবাসনের বি ব্লকের ভিতরে দুষ্কৃতী তাণ্ডব ৷ দফায় দফায় চলল গুলি ৷ এসটিএফ ও দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে মৃত দুই দুষ্কৃতী ৷ ঘটনায় আহত হন এক পুলিশ কর্মী ৷

নিউটাউনে এসটিএফ-দুষ্কৃতী গুলির লড়াই
নিউটাউনে এসটিএফ-দুষ্কৃতী গুলির লড়াই

By

Published : Jun 9, 2021, 5:22 PM IST

Updated : Jun 9, 2021, 11:06 PM IST

কলকাতা, 9 জুন : নিউটাউনের সাপুরজি আবাসনের বি-ব্লকের ভিতরে দুষ্কৃতী তাণ্ডব ৷ দফায় দফায় চলল গুলি ৷ এসটিএফ ও দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে মৃত দুই দুষ্কৃতী ৷ ঘটনায় আহত হন এক পুলিশ কর্মী ৷

বেশ কয়েক দিন ধরে নিউটাউনে দুষ্কৃতীরা ছিল বলে সূত্র মারফৎ খবর পায় পুলিশ ৷ সেই মত আজ পুলিশ ও এসটিএফ তল্লাশি শুরু করে ৷ তখনই এসটিএফকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় দুষ্কৃতীরা ৷

নিহত দুই দুষ্কৃতী জয়পাল ভুল্লার ও যশপ্রীত জস্সি পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড বলে জানা গিয়েছে ৷ এই রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচারে তারা যুক্ত ছিল বলে খবর ৷ নিহত দুষ্কৃতী জয়পাল ভুল্লার সম্বন্ধে ইতিমধ্যেই একাধিক তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে ৷ জানা গিয়েছে, প্রাক্তন এক পুলিশ কর্মীর ছেলে জয়পাল ভুল্লার খুন-সহ একাধিক অভিযোগে 2016 থেকে পলাতক ছিল ৷ তার আসল নাম মনজিৎ সিং ৷ চলতি বছরে লুধিয়ানায় দুই পুলিশ কর্মী খুনে অভিযুক্ত ছিল জয়পাল ৷ পঞ্জাব পুলিশের খাতায় বহুদিন থেকেই ফেরার ছিল এই নিহত দুই দুষ্কৃতী ৷

এদের মধ্যে জয়পালের মাথার দাম ধার্য করা হয়েছিল দশ লাখ টাকা ৷ অন্যদিকে যশপ্রীতের মাথার দাম ধার্য করা হয় পাঁচ লাখ টাকা ৷ আজ গুলির লড়াইয়ে শেষ এই দুই মোস্ট ওয়ান্টেড ৷

কী ঘটল নিউটাউনে

নিউটাউনের গোটা ঘটনার তদন্তে নেমেছে সিআইডি ৷

আরও পড়ুন :বীরভূম-লিঙ্ক কাজে লাগিয়েই কেল্লাফতে রাজ্য গোয়েন্দাদের

Last Updated : Jun 9, 2021, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details