কলকাতা, 20 সেপ্টেম্বর:বাংলায় কথা বলছে দিল্লিতে ধৃত জঙ্গিরা (Delhi Terrorist) ৷ এতেই চিন্তা বেড়েছে গোয়েন্দাদের ৷ ধৃত জঙ্গিদের সঙ্গে বাংলার কী যোগ, তা জানতে তৎপর পুলিশ (West Bengal Police) ৷ তাই দিল্লি গিয়ে এ ব্যাপারে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন রাজ্য পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চের (আইবি) গোয়েন্দারা ।
দিল্লি পুলিশের হাতে ধৃত জঙ্গিদের জেরার বক্তব্যকে একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না গোয়েন্দারা । সেই জঙ্গিদের জেরা করে মিলেছে নানা চাঞ্চল্যকর তথ্য । জানা গিয়েছে, তাদের মধ্যে অনেকেই বাংলা ভাষায় সাবলীল । ভবানী ভবন সূত্রের খবর, ইতিমধ্যেই জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ)র তরফে রাজ্য পুলিশের গোয়েন্দাদের সঙ্গে কথা বলা হয়েছে ।
আরও পড়ুন:Delhi Police : দেশজুড়ে নাশকতার ছক বানচাল দিল্লি পুলিশের, আটক 6; রয়েছে বাঙালি যোগ !
রাজ্য পুলিশকে এই বিষয়টি জানানো হয়েছে । কী করে ধৃত জঙ্গিরা বাংলা ভাষা শিখল ? ইতিমধ্যেই তা নিয়ে উঠেছে প্রশ্ন । আদৌ কি তারা বিদেশি ? নাকি তারা বাংলারই বাসিন্দা, তা এখনও নিশ্চিত করা যায়নি বলে গোয়েন্দা সূত্রের খবর ।