পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Delhi Terrorist: দিল্লিতে ধৃত জঙ্গিদের বাংলা-যোগ জানতে তৎপরতা রাজ্য পুলিশে - রাজ্য পুলিশ

দিল্লিতে ধৃত জঙ্গিদের (Delhi Terrorist) সঙ্গে বাংলার কী সম্পর্ক ? তা জানতে তৎপর হল রাজ্য পুলিশ (West Bengal Police) ৷ রাজধানীতে গিয়ে এ ব্যাপারে তদন্তের ভাবনাচিন্তা চলছে ৷

stf and kolkata police investigating over delhi terrorists arrest
দিল্লিতে ধৃত জঙ্গিদের বাংলা-যোগ জানতে প্রস্তুতি রাজ্য পুলিশের

By

Published : Sep 20, 2021, 7:32 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর:বাংলায় কথা বলছে দিল্লিতে ধৃত জঙ্গিরা (Delhi Terrorist) ৷ এতেই চিন্তা বেড়েছে গোয়েন্দাদের ৷ ধৃত জঙ্গিদের সঙ্গে বাংলার কী যোগ, তা জানতে তৎপর পুলিশ (West Bengal Police) ৷ তাই দিল্লি গিয়ে এ ব্যাপারে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন রাজ্য পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চের (আইবি) গোয়েন্দারা ।

দিল্লি পুলিশের হাতে ধৃত জঙ্গিদের জেরার বক্তব্যকে একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না গোয়েন্দারা । সেই জঙ্গিদের জেরা করে মিলেছে নানা চাঞ্চল্যকর তথ্য । জানা গিয়েছে, তাদের মধ্যে অনেকেই বাংলা ভাষায় সাবলীল । ভবানী ভবন সূত্রের খবর, ইতিমধ্যেই জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ)র তরফে রাজ্য পুলিশের গোয়েন্দাদের সঙ্গে কথা বলা হয়েছে ।

আরও পড়ুন:Delhi Police : দেশজুড়ে নাশকতার ছক বানচাল দিল্লি পুলিশের, আটক 6; রয়েছে বাঙালি যোগ !

রাজ্য পুলিশকে এই বিষয়টি জানানো হয়েছে । কী করে ধৃত জঙ্গিরা বাংলা ভাষা শিখল ? ইতিমধ্যেই তা নিয়ে উঠেছে প্রশ্ন । আদৌ কি তারা বিদেশি ? নাকি তারা বাংলারই বাসিন্দা, তা এখনও নিশ্চিত করা যায়নি বলে গোয়েন্দা সূত্রের খবর ।

দিল্লিতে ধৃত জঙ্গিদের বাংলা-যোগ জানতে প্রস্তুতি রাজ্য পুলিশের

আরও পড়ুন :Malda Medical : মালদা মেডিক্যালে শিশু মৃত্যু বেড়ে হল 3 ; অস্বাভাবিক নয়, দাবি কর্তৃপক্ষের

পাশাপাশি এই ঘটনায় ভবানী ভবন সূত্রে খবর, ইতিমধ্যেই কলকাতা এবং রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করেছেন এনআইএ-র গোয়েন্দারা । জানা গিয়েছে, মূলত পুজোর মরশুমে বাইরে থেকে একাধিক ব্যক্তি একাধিক উদ্দেশ্যে বাংলায় ঢোকে । তার দিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর ।

আরও পড়ুন :Pulwama Grenade Attack : পুলওয়ামায় গ্রেনেড হামলা, আহত 3 নাগরিক

ভবানী ভবন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্য পুলিশের গোয়েন্দাদের তরফে একটি বিশেষ দল গঠন করা হচ্ছে । মূলত যে সব আধিকারিক দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজে সিদ্ধহস্ত, তাঁদেরই রাখা হচ্ছে এই দলে । গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্যদের সঙ্গে একাধিক নতুন জঙ্গি সংগঠন নিয়মিত যোগাযোগ রাখছে ।

আরও পড়ুন:Gang Rape : গাড়িতে তুলে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ABOUT THE AUTHOR

...view details