কলকাতা, 13 ফেব্রুয়ারি : পেট্রোপণ্যের বাজার অগ্নিমূল্য হওয়ার প্রতিবাদ জানিয়ে দফায় দফায় রাজ্য তথা কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রতিবাদে জানিয়েছে । তাও পেট্রল ডিজ়েলের বাজার কিছুতেই ঠান্ডা হচ্ছে না । দিনের-পর-দিন পেট্রল ডিজ়েলের মূল্য বৃদ্ধি পাচ্ছে । আর এই মূল্য বৃদ্ধির ফলে পেট্রল পাম্পে আগের তুলনায় গাড়ি আসার প্রবণতাও কমছে । ভবিষ্যতে এমনটা হলে ব্যবসায় প্রবল ক্ষতির আশঙ্কা করছেন খোদ পেট্রল পাম্প মালিকরা ।
12 ফেব্রুয়ারি কলকাতা ,দিল্লি, মুম্বাই, চেন্নাইতে পেট্রল ও ডিজ়েলের সবথেকে বেশি মূল্য বৃদ্ধি হয়েছিল । এই পরিস্থিতিতে ক্ষতির আশঙ্কায় মাথায় আসছে পেট্রল পাম্পের মালিকদের । তাঁদের দাবি, সরকারকে এই বিষয়টি দেখতে হবে । শুধু যে পেট্রল পাম্পের মালিকরাই নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাড়ির মালিকরাও । তাঁরাও ব্যতিব্যস্ত এই জ্বালানির অগ্নিমূল্য ঘটনাকে নিয়ে । তাঁদের অভিযোগ, প্রতিমাসে চার থেকে ছয় হাজার টাকা পেট্রলের পিছনে খরচ হয় । এই পরিস্থিতিতে 4 থেকে 5 হাজার টাকা দিয়ে প্রতিমাসে তেল ভরাবেন? নাকি গাড়ি রিপেয়ারিংয়ের পিছনে খরচ করবেন? নাকি সেখান থেকে বাঁচিয়ে... সংসার খরচা বাঁচিয়ে... সঞ্চয়ের দিকে এগোবেন । এই নিয়েই এখন হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা ।