কলকাতা, 13 জুন : তিন হাজারের ঘরে নামল রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ । করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠতে শুরু করেছে রাজ্য । শেষ 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 3,984 জন । তবে গতকালের তুলনায় সামান্য বেড়েছে দৈনিক মৃত্যু । শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 84 জন ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করেছেন, তার ফল দেখতে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে । কলকাতা ও উত্তর 24 পরগনার করোনা সংক্রমণ চোখে পড়ার মতো কমে এসেছে । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় শেষ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 426 জন । উত্তর 24 পরগনায় দৈনিক সংক্রমণ 597 ।