কলকাতা, 17 জানুয়ারি: কলকাতায় পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম অটো ৷ প্রতিদিনের এই ব্যস্ত জীবনে শহর ও শহরতলির অটো পরিবহণ ব্যবস্থাকে নিয়মে এবং নিয়ন্ত্রণের মধ্যে আনতে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার ৷ এর জন্য একটি নতুন কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে (West Bengal Transport Department Committee over Auto Control) ৷
কোন রুটে কতগুলি অটো চলছে, কোন কোন রুটে আরও কত অটোর প্রয়োজন- এই সব বিষয়গুলি খতিয়ে দেখবে এই নতুন কমিটি ৷ শহর ও শহরতলির সব অটোরুটগুলিকে নিয়মের মধ্যে বাঁধতে এবং বেআইনি অটোর উপর রাশ টানতে গত ডিসেম্বরে পরিবহণ দফতরে একটি উচ্চপর্যায়ের বৈঠক করা হয় ৷ সেখানে অটো সম্পর্কিত বিষয়গুলি নিয়ে একটি 11 সদস্যের কমিটি গঠন করা হয়েছে ৷ কলকাতা, হাওড়া, বিধাননগর এবং ব্যারাকপুর কমিশনারেট, ট্রাফিক বিভাগ এবং পরিবহণ বিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এই কমিটির সদস্য ৷
বিভিন্ন সময় অটো দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে ৷ এই দুর্ঘটনাগুলির বহু ক্ষেত্রে বেআইনি অটোর খবরও নতুন নয় ৷ এছাড়াও রাস্তায় অটোর রেষারেষি নিত্যদিনের ব্যাপার ৷ যাত্রী পরিবহণের একটি মাধ্যম হলেও অটো পরিবহণ এখনও অসংগঠিত ৷ তাই এবার শহর ও শহরতলির অটোগুলিকে নিয়ন্ত্রণ করতেই পরিবহণ বিভাগের এই পদক্ষেপ ৷