কলকাতা, 2 অগস্ট: রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা (Street Light) করতে কমিটি গঠনের কথা ভাবছে সরকার(state to form district wise committee for arrangement of street lighting) । কমিটির নেতৃত্বে থাকবেন জেলাশাসকরা । সেই কমিটি খতিয়ে দেখবে জেলার কোথায় রাস্তায় আলোর অভাবে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে । এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই বক্তব্য জানিয়েছেন ।
বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) । সেই মামলাতেই মামলাকারীরা দাবি জানিয়েছিলেন, একাধিক জায়গায় দেখা গিয়েছে রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যাবস্থা না থাকায় দুষ্কর্ম করার সুবিধা পাচ্ছেন আততায়ীরা । তারপরই প্রধান বিচারপতি রাজ্য ও রাজ্যের বিদ্যুৎ দফতরের কাছে একযোগে এই ব্যাপারে কী পদক্ষেপ করা যায় জানতে চেয়েছিলেন । তার পরিপ্রেক্ষিতে এদিন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই পরিকল্পনার কথা জানান ।