পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছয় জেলায় বন্ধ ইন্টারনেট, পরীক্ষা বাতিল করল রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি

প্রথমে শুধু 16 ডিসেম্বর ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা থাকলেও 17 ডিসেম্বরও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন । তাই আজ ফের বিজ্ঞপ্তি জারি করে 17 ডিসেম্বরের পরীক্ষাগুলি স্থগিত রাখার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Exam Postpond
পরীক্ষা বাতিল

By

Published : Dec 16, 2019, 11:49 PM IST

কলকাতা, ১৬ ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে সরব গোটা রাজ্য । ভাঙচুর, অবরোধ, বিক্ষোভে জেরবার সাধারণ মানুষ । এর প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের উপর । গতকাল থেকে রাজ্যের ছয়টি জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন । কিন্তু এ বছর থেকে পরীক্ষা ব্যবস্থাকে ডিজ়িটাল করেছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) । কিন্তু, ইন্টারনেট ছাড়া ডিজ়িটাল পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করা সম্ভব নয় । তাই 15 ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে 16 ডিসেম্বরের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

প্রথমে শুধু 16 ডিসেম্বর ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা থাকলেও 17 ডিসেম্বরও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন । তাই আজ ফের বিজ্ঞপ্তি জারি করে 17 ডিসেম্বরের পরীক্ষাগুলি স্থগিত রাখার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ কলেজ ও প্রতিষ্ঠানগুলিতে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে অড সিমেস্টারের পরীক্ষা । প্রথম সিমেস্টারের 6টি পরীক্ষা 16 ডিসেম্বর হওয়ার কথা ছিল । প্রশাসনের ইন্টারনেট পরিষেবা বন্ধ করার ঘোষণার পর 15 ডিসেম্বরই বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয় 16 ডিসেম্বরের সমস্ত পরীক্ষা স্থগিত রাখার কথা ।

রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পার্থপ্রতিম লাহিড়ী বলেন, "17 ডিসেম্বরও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখবে প্রশাসন । সেজন্য বিজ্ঞপ্তি জারি করে 17 ডিসেম্বরের সব পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে । 17 ডিসেম্বর সপ্তম সিমেস্টারের 6টি পরীক্ষা হওয়ার কথা ছিল । সব পরীক্ষাই আপাতত স্থগিত করা হয়েছে ।"

পার্থপ্রতিম লাহিড়ী আরও বলেন, "আমাদের এখন ডিজ়িটাল পরীক্ষা ব্যবস্থা। পুরো পরীক্ষা ব্যবস্থাটাই ইন্টারনেটের উপর নির্ভর । অনুপস্থিতির তালিকা আপলোড করতে হয় । সেন্টার ভিজিলেন্স রুম থেকে প্রতিটা ঘরে নজর রাখা হয় কোথাও নিয়ম বিরুদ্ধ কিছু হচ্ছে কি না। আমাদের অনলাইনে যে ডেটা এন্ট্রি হয় এবং রেকর্ডিং হয় সেটা ইন্টারনেট না থাকলে বন্ধ হয়ে যাবে। সেটা পরে ম্যানুয়ালি করা সম্ভব নয়। তাই পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হচ্ছি। "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details