পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

National Education Policy: জাতীয় শিক্ষানীতি নিয়ে তারা কী ভাবছে ? বিশ্ববিদ্যালয়গুলির মতামত চাইল রাজ্য

কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষানীতি কার্যকর করা নিয়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মতামত চাইল সরকার ৷ মতামত জানাতে হবে আগামী 15 এপ্রিলের মধ্যে ৷

State seeks opinion of Different Universities over new National Education Policy
প্রতীকী ছবি

By

Published : Apr 1, 2023, 6:59 PM IST

কলকাতা, 1 এপ্রিল:রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার সম্ভাবনা খতিয়ে দেখতে ছয় সদস্যের কমিটি গঠন করেছিল উচ্চশিক্ষা দফতর ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের নেতৃত্বাধীন এই কমিটিকে চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল ৷ এই কমিটির রিপোর্ট তথা মতামতের ভিত্তিতেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে 4 বছরের স্নাতক ডিগ্রি কোর্স চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ সেই কমিটি ইতিমধ্যেই বৈঠক করেছে ৷ সেই বৈঠকে ঠিক করা হয়েছে, রাজ্যের বাকি সব বিশ্ববিদ্যালয়েগুলির কাছ থেকে জানতে চাওয়া হবে যে 2023-24 শিক্ষাবর্ষে নতুন জাতীয় শিক্ষানীতি কার্যকর করার জন্য তাঁরা আদৌ প্রস্তুত কি না ? যদি তারা প্রস্তুত না হয়, তাহলে কেন তারা প্রস্তুত নয়, কিংবা তাদের কোন সমস্যায় পড়তে হচ্ছে, তা কমিটিকে স্পষ্ট করে জানাতে হবে ৷ এমনকী যদি কারও মনে হয় জাতীয় শিক্ষানীতিতে পরিবর্তন বা সংস্কার দরকার, তাহলে সেটাও কমিটিকে জানানো যেতে পারে ৷ তবে, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সারতে হবে আগামী 15 দিনের মধ্যে ৷ অতএব, 15 এপ্রিলের মধ্যেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এই বিষয়ে তাঁদের মতামত জানিয়ে দিতে হবে ৷ ইতিমধ্যেই এই মর্মে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি পাঠানো হয়েছে ৷ তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীদারদের সঙ্গে কথা বলে তাঁদের সিদ্ধান্ত জানাবেন ৷

জাতীয় শিক্ষানীতি অনুসরণে বিশ্ববিদ্যালয় অনুমোদন কমিশনের (ইউজিসি) তৈরি 'কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম' শীর্ষক গাইডলাইনটি গত 17 মার্চ সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে পাঠিয়েছিল রাজ্যের উচ্চশিক্ষা দফতর ৷ স্নাতকস্তরের পঠন-পাঠনে আমূল পরিবর্তনের সুপারিশ রয়েছে ইউজিসির এই গাইডলাইনে ৷ যার মধ্যে অন্যতম হল, স্নাতকস্তরে অনার্স ডিগ্রি পেতে হলে পড়ুয়াকে 3 বছরের বদলে 4 বছর পড়াশোনা করতে হবে ৷ রয়েছে 'মাল্টিপল এন্ট্রি-এগজিট'-এর সুবিধাও ৷ যে ব্যবস্থায় এক-দুইবছর পড়াশোনা করে কলেজ ছেড়ে দিলেও তা বৃথা যাবে না ৷ ন্যূনতম 'ক্রেডিট স্কোর'-এর শর্ত পূরণ করে মিলবে শংসাপত্র বা ডিপ্লোমা ৷ ভবিষ্যতে সংশ্লিষ্ট কোর্সটি সম্পূর্ণ করার সুযোগ থাকবে ৷

আরও পড়ুন:জাতীয় শিক্ষানীতি 2023, কী বলছেন পড়ুুয়া-শিক্ষক ?

সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, দফতরের তরফে নির্দেশিকা পাঠানো হলেও এখনই রাজ্যে স্নাতকস্তরে 4 বছরের পাঠক্রম চালু হচ্ছে না ৷ জাতীয় শিক্ষানীতি কার্যকর করার আগে সকলের সুবিধা, অসুবিধাগুলি সম্পর্কে উপাচার্যদের মতামত নেওয়া হবে ৷ তাঁদের মতামতের ভিত্তিতেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত ৷ তার জন্য গঠন করা হবে একটি কমিটি ৷ সেই মতো সোমবারই গঠন করা হয়েছিল ছয় সদস্যের কমিটি ৷ তাতে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যের পাশাপাশি রয়েছেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তী, উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারপার্সন কৌশিকী দাশগুপ্ত ও সংসদের যুগ্মসচিব মৌমিতা ভট্টাচার্য (কমিটির আহ্বায়ক) ৷

ABOUT THE AUTHOR

...view details