কলকাতা, 5 অক্টোবর : টিটাগড়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে BJP নেতা তথা আইনজীবী মণীশ শুক্লা-র । এই ঘটনার পর থেকে তোলপাড় ব্যারাকপুর এলাকা ৷ খুনের প্রতিবাদে আজ 12 ঘণ্টা ব্যারাকপুর বনধের ডাক দিয়েছে BJP। তারপরই এই খুনের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিল রাজ্য পুলিশ ৷ বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বা পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে পুলিশের তরফে ৷ এমনটা করলে তা তদন্তে হস্তক্ষেপ করার সমান হবে ৷
রাজ্য পুলিশের বক্তব্য, গতকাল সন্ধেয় ব্যারাকপুরের টিটাগড়ে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে ৷ ঘটার তদন্ত করছে পুলিশ ৷ ব্যক্তিগত শত্রুতাসহ খুনের সম্ভাব্য সবরকম কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷ মৃত ব্যক্তি কয়েকটি খুন ও খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ছিল ৷ তদন্তের আগে কোনওরকম সিদ্ধান্তে আসা উচিত নয় ৷ এই বিষয়ে সোশাল মিডিয়ায় দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তদন্তে হস্তক্ষেপ করার সমান হবে ৷ এসব থেকে বিরত থাকুন ৷
আরও পড়ুন : রাজ্যের যা অবস্থা তাতে 365 জারি হওয়া উচিত : বাবুল সুপ্রিয়