কলকাতা, 14 জুন : নিউটাউন এনকাউন্টার কাণ্ডে ইতিমধ্যেই ভরত এবং সুমিত কুমারকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশের গোয়েন্দারা । পাশাপাশি তাদের জেরাও চলছে । ইতিমধ্যেই কলকাতায় এনকাউন্টারের পর একাধিক তথ্য প্রমাণ সামনে আসছে । ভবানী ভবন সূত্রে খবর, রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দা ও বিধাননগর সিটি পুলিশ গোয়েন্দাদের দল পঞ্জাবের উদ্দেশ্য রওনা দেবে চলতি সপ্তাহেই ৷
ইতিমধ্যেই এই বিষয়ে পঞ্জাব পুলিশের সঙ্গে ধৃতদের জেরা প্রসঙ্গে কথা বলেন রাজ্য পুলিশ গোয়েন্দাদের শীর্ষ আধিকারিকরা । একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে এই দল গঠন করা হয়েছে । সেখানে গিয়ে রাজ্য পুলিশের গোয়েন্দারা ভরত ও সুমিত কুমারকে জেরা করবেন বলে সূত্রের খবর । প্রয়োজনে তাদের কলকাতায় ও আনতে পারেন গোয়েন্দারা ।
ইতিমধ্যেই নিউটাউনের সাপুরজি আবাসনে শুট আউটের ঘটনায় ফরেনসিক রিপোর্টে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য ৷ সেখানে দুই গ্যাংস্টার ছাড়াও তৃতীয় এক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট মিলেছে । এই রিপোর্ট সরাসরি রাজ্য পুলিশের এসটিএফের কাছে পেশ করা হয়েছে । রিপোর্ট দেখে এসটিএফের গোয়েন্দারা অনুমান করছেন, ওই ফ্ল্যাটে গ্যাংস্টারদের সঙ্গে নিয়মিত দেখা করতে আসত তৃতীয় কোনও ব্যক্তি । তবে কে এই তৃতীয় ব্যক্তি ? তার খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা ।