কলকাতা, 26 অগস্ট: সারা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে 21টি ভুয়ো বিশ্ববিদ্যালয় (Two Fake Universities in UGC list)। যার মধ্যে রয়েছে রাজ্যে দুটি ইউনিভার্সিটিও । বিজ্ঞপ্তি জারি করে এমনটাই ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grants Commission) ।
দেশের 21টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । এই তালিকার মধ্যে রয়েছে কলকাতার দুটি বিশ্ববিদ্যালয় । এই দুটির মধ্যে একটি হল চৌরঙ্গি রোডে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন (Indian Institute of Alternative Medicine) । অপরটি হল ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ (Institute of Alternative Medicine & Research) ।