কলকাতা, 9 অক্টোবর: ফোন নম্বর ফাঁস করার ঘটনার রেশ এবার থানা পর্যন্ত গড়াল ৷ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর পুত্রবধূ ৷ বিরোধী দলনেতার নামে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অপরূপা গুহ ।
ঘটনার সূত্রপাত 100 দিনের কাজের টাকা চাওয়াকে কেন্দ্র করে ৷ শুভেন্দু অধিকারীকে 100 দিনের কাজের টাকা চেয়ে ফোন করেছিলেন অপরূপা গুহা । অভিযোগ, এরপরেই বিরোধী দলনেতা উদয়নের পুত্রবধূর নম্বর নিজের ফেসবুক পেজে দিয়ে দেন । অপরূপা আরও অভিযোগ করেন, সোশাল মিডিয়ায় নম্বর ফাঁস হওয়ার পর থেকেই তাঁর কাছে বিভিন্ন জায়গা থেকে হুমকি দিয়ে ফোন আসছে । এই মর্মে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ।
অপরূপা গুহা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের দুটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলেন ৷ তার মধ্যে একটিতে তিনি 100 দিনের কাজের টাকা চাই বলে মেসেজ করেন । তাঁর কথা অনুযায়ী, হোয়াটসঅ্যাপে এই একটি লাইনই লেখা ছিল মাত্র । যে নম্বরে তিনি মেসেজটি পাঠান সেটি শুভেন্দু অধিকারীর বলে জানান । এরপর বিরোধী দলনেতা নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন এবং তাতে উদয়ন গুহর পুত্রবধূর নম্বরটি ফাঁস করে দেন ৷ যেটি ভাইরাল হয়ে যায় বলে দাবি করা হয়েছে । তারপরেই রাত 10.30 টা থেকে তাঁর কাছে অসংখ্য ফোন ও মেসেজ আসতে থাকে ৷ যেগুলির ভাষা 'অকথ্য ' এবং 'নোংরা' বলে অপরূপা গুহা অভিযোগ করেছেন ।