কলকাতা, 1 মে : রেশন কার্ড নেই রাজ্যে এমন অনেকেই আছেন । রেশন কার্ডের জন্য আবেদন করেননি সেই সংখ্যাও কম নয় । লকডাউনে রাজারহাট- গোপালপুরের এমন 11 হাজার মানুষের পাশে দাঁড়ালেন রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু । তাঁরা যাতে বর্তমান পরিস্থিতিতে অভুক্ত না থাকেন তার জন্য যাবতীয় ব্যবস্থা করলেন তিনি । এর ফলে সরকারি বরাদ্দ অনুযায়ী আগামী ছ'মাসের জন্য পাঁচ কেজি করে চাল পাওয়া নিশ্চিত হল তাঁদের ।
যেসব মানুষজন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন, তারা ইতিমধ্যেই জেলাশাসকের অফিস থেকে কুপন বা টোকেন পেয়েছেন । এই কুপনের বদলে বিনামূল্যে ছ'মাসের জন্য রেশন পাচ্ছেন তাঁরা । কিন্তু যাঁরা রেশন কার্ডের জন্য আবেদন করেননি তাঁরাও এই সময়ে অভুক্ত থাকবেন না এবং প্রাপ্য রেশন পাবেন বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেইমতোই রাজারহাট গোপালপুর বিধানসভার 16 টি ওয়ার্ডে নিজেই সার্ভে করার উদ্যোগ নেন রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু ।