কলকাতা, 1 ডিসেম্বর:27 নভেম্বর থেকে শুরু হওয়া রাজ্য টেবিল টেনিসে দলগত বিভাগের খেলা শেষ হয়েছে। ব্যক্তিগত ইভেন্ট গতকাল থেকে শুরু হয়েছে। 4 ডিসেম্বর অর্থাৎ, রবিবার এই প্রতিযোগিতার শেষ দিন। 13 হাজারেরও বেশি প্রতিযোগী যুবভারতী ক্রীড়াঙ্গণে বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমিতে (Bengal Table Tennis Academy) খেতাব জয়ের লক্ষ্যে নেমেছেন। আর এই রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপের দলগত বিভাগে দাপট দেখা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার। এই জেলার ছেলে ও মেয়েরা সমানে সমানে টক্কর দিয়েছে অন্যান্য জেলাকে ৷
রাজ্য টেবিল টেনিসের (WB TT Championship 2022) 18টি দলের দলগত চ্যাম্পিয়নের পুরুষ বিভাগে খেতাব হাওড়া জেলার দখলে। তারা ফাইনালে উত্তর চব্বিশ পরগনাকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। মহিলা বিভাগে দলগত চ্যাম্পিয়ন উত্তর চব্বিশ পরগনা। তারা ফাইনালে দক্ষিণ কলকাতাকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে।
আরও পড়ুন:করোনার ধাক্কা কাটিয়ে, টেবিল টেনিসে দেশ-বিদেশে সফল বাংলার প্রতিযোগীরা
অনূর্ধ্ব-13 বয়সীদের ইয়ুথ গার্লসে চ্যাম্পিয়ন উত্তর চব্বিশ পরগনা। তারা ফাইনালে বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমিকে 3-2 ব্যবধানে পরাজিত করেছে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা। এই বিভাগে ছেলেদের খেতাব হাওড়ার। তারা ফাইনালে উত্তর চব্বিশ পরগনাকে 3-2 ব্যবধানে পরাজিত করে। যুগ্মভাবে একই বিভাগে তৃতীয় হয়েছে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা।