কলকাতা, 22 অগস্ট: বিধানসভায় হঠাতই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক । এই মুহূর্তে তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে ৷ মঙ্গলবার বিধানসভার অধিবেশনের প্রথমার্ধের শেষে ফিরহাদ হাকিমের ঘরেই কাজ করছিলেন তিনি । আচমকাই তাঁর শরীর খারাপ শুরু হয় । তড়িখড়ি খবর দেওয়া হয় বিধানসভার মেডিক্যাল অফিসারদের । তাঁরা এসে দেখেন রক্তচাপ কমে যাচ্ছে মন্ত্রীর । এরপরই আর ঝুঁকি নেওয়া হয়নি । তড়িঘড়ি তাঁকে বিধানসভা থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিম্ন রক্তচাপের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি ।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না মলয় ঘটকের । তবু এ দিন শরীর খারাপ নিয়েই বিধানসভার অধিবেশনে যোগ দেন তিনি । যখন ঘটনাটি ঘটে তখন তিনি মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘরে মন্ত্রী গোষ্ঠীর একটি বৈঠকে যোগ দিয়েছিলেন । সেখানে থাকাকালীনই অসুস্থ বোধ করেন আইনমন্ত্রী । অসুস্থতার কারণে বিধানসভায় নিজের ঘরে চলে যান । পরে পরিস্থিতির অবনতি হওয়ায় ফিরহাদ নিজে ঘরে ছুটে আসেন । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চিকিত্সকদের । তাঁরা পরীক্ষা করে দেখেন রক্তচাপ কমে গিয়েছে । খবর পেয়ে তাঁর ঘরে আসেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও । চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।