পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবছর কোভিডের পাশাপাশি নন-কোভিডের চিকিৎসা হবে কলকাতা মেডিকেল কলেজে - করোনা চিকিৎসার জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা

কলকাতায় করোনার সেকেন্ড ওয়েভের আশঙ্কা করছে চিকিৎসক মহল ৷ আর তাই রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, কলকাতা মেডিকেল কলেজে করোনা রোগীদের পাশাপাশি অন্যান্য রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে ৷ গত বছরের মতো এবছর পড়ুয়া চিকিৎসকদের কোনও রকম ক্ষতি বরদাস্ত করা হবে না ৷

এবছর কোভিডের পাশাপাশি নন-কোভিডের চিকিৎসা কলকাতা মেডিকেল কলেজে
এবছর কোভিডের পাশাপাশি নন-কোভিডের চিকিৎসা কলকাতা মেডিকেল কলেজে

By

Published : Mar 28, 2021, 7:22 AM IST

কলকাতা, 28 মার্চ : কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে এবার শুধুমাত্র আর করোনা রোগীদের চিকিৎসা করা হবে না । পাশাপাশি নন-কোভিড রোগীদেরও চিকিৎসা করা হবে । এমনই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর ।

সমগ্র দেশের পাশাপাশি, রাজ্যেও ফের বাড়ছে করোনা সংক্রমণ । সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন অংশের তরফে এ রাজ্যেও করোনার সেকেন্ড ওয়েভের আশঙ্কা করা হচ্ছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সংগঠন মেডিকেল কলেজ কলকাতা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে আশঙ্কা প্রকাশ করে জানানো হয়, গত বছরের মতো এবারও কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে করোনা হাসপাতাল হিসাবে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে । পরিকল্পনা অনুযায়ী এবারও এই হাসপাতালে শুধুমাত্র করোনা রোগীদের চিকিৎসা করা হবে । এই ব্যবস্থা চালু করা হলে, নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি ডাক্তারি পড়ুয়াদের শিক্ষায়-ও ফের ব্যাঘাত ঘটবে ।

আরও পড়ুন : আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতা মেডিকেলের ডেপুটি সুপারের বিরুদ্ধে ব্যবস্থা

তবে, এবার আর এই ব্যাঘাত মেনে নেওয়া হবে না । এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরে স্মারকলিপি পেশ করেছে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন । চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম নামে রাজ্যের চিকিৎসকদের একটি সংগঠন । তবে, এই ধরনের পরিস্থিতির মধ্যে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনার পাশাপাশি এবার নন-কোভিড রোগীদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা থাকছে ।"

এদিকে, সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিষয়টি খুবই স্পষ্ট, কলকাতা মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডাক্তার যে প্রচণ্ড ক্ষিপ্ত সে খবর উপরমহলে পৌঁছেছে । তারা যথেষ্ট চাপে আছেন এবং খুব ভালোভাবে জানেন এত সহজে কোনও অবৈজ্ঞানিক, অযৌক্তিক পরিকল্পনা চাপিয়ে দেওয়া যাবে না । নন-কোভিড কোনও রোগীর চিকিৎসা পরিষেবার কারণে জুনিয়র ডাক্তার, ডাক্তারি পড়ুয়াদের পঠন-পাঠন, ক্লিনিক্যাল ট্রেনিংয়ের কোনও রকম ক্ষতি বরদাস্ত করা হবে না । এর কোনও রকম অন্যথা হলে সব রকমের প্রতিরোধের জন্য তারা প্রস্তুত ৷

ABOUT THE AUTHOR

...view details