কলকাতা, 1 মে : রাজ্যের বেসরকারি হাসপাতাল, চিকিৎসাকেন্দ্রগুলিতে পরিষেবা স্বাভাবিক করার জন্য নির্দেশ দিল স্বাস্থ্যদপ্তর । এই নির্দেশ মানা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ।
বেসরকারি চিকিৎসা পরিষেবা প্রদানকারী কেন্দ্রগুলিতে পরিষেবা স্বাভাবিক করার প্রয়োজন ৷ একথা জানিয়ে আজ একটি নির্দেশ জারি করেছে স্বাস্থ্যদপ্তর । এই নির্দেশে জানানো হয়েছে, কোরোনা মোকাবিলায় রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে । এই পরিস্থিতিতে যাঁরা কোরোনায় আক্রান্ত নন , তাঁদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন । এক্ষেত্রে সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা স্বাভাবিক করার জন্য নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে । ব্লাড ট্রান্সফিউশন, ডায়ালিসিস, কেমোথেরাপি, শিশুদের চিকিৎসা, হাসপাতালে প্রসব সহ অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনদের । কারণ, রিপোর্টে জানা গিয়েছে, বেসরকারি হাসপাতাল অথবা চিকিৎসাকেন্দ্রগুলি হয় অকেজো হয়ে রয়েছে নয় সংক্রমণের ভয়ে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে । হাসপাতালে রোগীদের প্রবেশের ক্ষেত্রে কোরোনা হয়নি এমন সার্টিফিকেট কয়েকটি হাসপাতালে চাওয়া হচ্ছে । অবিলম্বে তা বন্ধ করতে হবে । আজ ওই নির্দেশে স্বাস্থ্যদপ্তরের তরফে একথা জানানো হয়েছে ৷ বেসরকারি হাসপাতাল, চিকিৎসাকেন্দ্রগুলিতে পরিকল্পনামাফিক পরিষেবা শুরু করা প্রয়োজন ৷ যাতে পর্যায়ক্রমে রাজ্যের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে ।