পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেসরকারি হাসপাতালে পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ স্বাস্থ্যদপ্তরের - বেসরকারি হাসপাতাল-চিকিৎসাকেন্দ্রে পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ, অমান্য করলে আইনি ব্যবস্থা

এই নির্দেশে অবশ্য জানানো হয়েছে, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্ব সহকারে দেখতে হবে । তবে শুধু স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নয়, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্রগুলিতে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থার বিষয়টিও দেখতে হবে ।

state health department give orders to private health centers to give treatment according to govt guidelines
বেসরকারি চিকিৎসাকেন্দ্রে পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

By

Published : May 1, 2020, 8:13 PM IST

কলকাতা, 1 মে : রাজ্যের বেসরকারি হাসপাতাল, চিকিৎসাকেন্দ্রগুলিতে পরিষেবা স্বাভাবিক করার জন্য নির্দেশ দিল স্বাস্থ্যদপ্তর । এই নির্দেশ মানা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ।

বেসরকারি চিকিৎসা পরিষেবা প্রদানকারী কেন্দ্রগুলিতে পরিষেবা স্বাভাবিক করার প্রয়োজন ৷ একথা জানিয়ে আজ একটি নির্দেশ জারি করেছে স্বাস্থ্যদপ্তর । এই নির্দেশে জানানো হয়েছে, কোরোনা মোকাবিলায় রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে । এই পরিস্থিতিতে যাঁরা কোরোনায় আক্রান্ত নন , তাঁদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন । এক্ষেত্রে সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা স্বাভাবিক করার জন্য নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে । ব্লাড ট্রান্সফিউশন, ডায়ালিসিস, কেমোথেরাপি, শিশুদের চিকিৎসা, হাসপাতালে প্রসব সহ অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনদের । কারণ, রিপোর্টে জানা গিয়েছে, বেসরকারি হাসপাতাল অথবা চিকিৎসাকেন্দ্রগুলি হয় অকেজো হয়ে রয়েছে নয় সংক্রমণের ভয়ে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে । হাসপাতালে রোগীদের প্রবেশের ক্ষেত্রে কোরোনা হয়নি এমন সার্টিফিকেট কয়েকটি হাসপাতালে চাওয়া হচ্ছে । অবিলম্বে তা বন্ধ করতে হবে । আজ ওই নির্দেশে স্বাস্থ্যদপ্তরের তরফে একথা জানানো হয়েছে ৷ বেসরকারি হাসপাতাল, চিকিৎসাকেন্দ্রগুলিতে পরিকল্পনামাফিক পরিষেবা শুরু করা প্রয়োজন ৷ যাতে পর্যায়ক্রমে রাজ্যের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে ।

বেসরকারি চিকিৎসাকেন্দ্রে পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

এই নির্দেশে অবশ্য জানানো হয়েছে, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্ব সহকারে দেখতে হবে । তবে শুধুমাত্র স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নয়, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্রগুলিতে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের যাওয়া-আসা, থাকা-খাওয়ার ব্যবস্থার বিষয়টিও দেখতে হবে । আজকের এই নির্দেশে বলা হয়েছে, পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে বেসরকারি হাসপাতাল, চিকিৎসাকেন্দ্রগুলি সরকারের এই নির্দেশ মেনে না চললে দণ্ডনীয় অপরাধের দায় নিতে হবে । এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও এই নির্দেশে জানানো হয়েছে ।

এছাড়াও বেসরকারি হাসপাতাল, চিকিৎসাকেন্দ্রগুলিতে পরিষেবা স্বাভাবিক করার জন্য বিভিন্ন গাইডলাইন মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে । এই গাইডলাইনগুলির মধ্যে যেমন রয়েছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টের (PPE) ব্যবহারের বিষয়টি, তেমনই রয়েছে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিষয়টিও । কীভাবে কোনও রোগীকে কোরোনা আক্রান্ত হিসেবে সন্দেহ করা হবে, এই বিষয়েও গাইডলাইন মেনে চলতে হবে । কোরোনা আক্রান্ত কোনও রোগীর ডায়ালিসিস কীভাবে করতে হবে, তাও আজকের এই নির্দেশে বলা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details