কলকাতা , 18 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে দৈনিক সংক্রমণ প্রায় আট হাজার ছুঁয়ে ফেলেছে । দৈনিক মৃত্যুর সংখ্যা পৌঁছে গিয়েছে 34-এ । এই ধরনের পরিস্থিতির মধ্যে বেসরকারি হাসপাতালগুলিতে করোনা রোগীদের জন্য বেডের সংখ্যা আরও বৃদ্ধির লক্ষ্যে শনিবার একটি টাস্ক ফোর্স গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর ।
দেশের বিভিন্ন অংশের পাশাপাশি এ রাজ্যেও হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুও ৷ স্বাস্থ্য দফতর জানিয়েছে , গত 24 ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 7 হাজার 713 জন এবং মৃত্যু হয়েছে 34 জনের । শুধুমাত্র কলকাতায় গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 998 জন এবং মৃত্যু হয়েছে 10 জনের ।
কলকাতার পরেই রয়েছে উত্তর 24 পরগনা । এই জেলায় গত 24 ঘণ্টায় মোট করোনা আক্রান্ত হয়েছেন 1 হাজার 639 জন এবং মৃত্যু হয়েছে আট জনের । গত 16 এপ্রিল রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল 6 হাজার 910 জন এবং মৃত্যু হয়েছিল 26 জনের । এভাবে সংক্রমণ বৃদ্ধির জেরে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য বেডের সংকট দেখা দিয়েছে । যার জেরে বেসরকারি হাসপাতালে আরও বেড বাড়ানোর কথা বলেছে স্বাস্থ্য দফতর । বেডের সংকট সরকারি হাসপাতালেও দেখা দিয়েছে । এর জন্য বিভিন্ন সরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য ইতিমধ্যেই কিছু বেড বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে আরও বাড়ানো হচ্ছে ।