কলকাতা, 13 ডিসেম্বর:মেডিক্যাল কলেজে স্বাস্থ্য সচিব ও অধিকর্তার সঙ্গে বৈঠকের পর হাসপাতালে এসেছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি ৷ কিন্তু তারপরেও কোনও সমস্যার সমাধান হয়নি। তিন দফা দাবি নিয়ে অনশনরত পড়ুয়ারা (Students on Hunger Strike) ।
সোমবার থেকে অনশনে যোগ দিয়েছেন আরও দু'জন পড়ুয়া । তবে আশা করা হয়েছিল, মঙ্গলবার স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) আধিকারিকদের সঙ্গে যে বৈঠক হবে পড়ুয়াদের তার মাধ্যমে কোনও ইতিবাচক পদক্ষেপ উঠে আসবে। কিন্তু পড়ুয়াদের মাধ্যমে বারবার বলা হয়েছে, এই বৈঠকের ব্যাপারে তাঁদের কাছে অফিসিয়ালি কোনও আমন্ত্রণপত্র আসেনি । ফলে তাঁরা বৈঠকে অংশ নেবে কি না, সে নিয়েও প্রশ্ন ছিল ।
আর এই পরিস্থিতিতে মন্ত্রী, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিবের সঙ্গে সোমবার বৈঠক হয় ৷ তারপর ফের বৈঠক (Meeting) হওয়ার কথা ছিল ৷ কিন্তু এদিনের বৈঠক বাতিল করে দিল স্বাস্থ্য দফতর (State Health department)। এর পাশাপাশি আজ একটি নাগরিক মিছিলের ডাক দিয়েছে আন্দোলনরত পড়ুয়ারা । অন্যদিকে হাসপাতালে ভর্তি রয়েছে রীতম ।