কলকাতা, 20 ফেব্রুয়ারি : কোভিড 19-এ দেশের মধ্যে সব থেকে ভালো পরিষেবা দিয়েছে পশ্চিমবঙ্গ । তাই এবার কোরোনা যোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিল এ রাজ্যের স্বাস্থ্য কমিশন। শনিবার কমিশনের প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
রাজ্যের স্বাস্থ্য কমিশনের প্রশাসনিক বৈঠক হয়েছে শনিবার। এই বৈঠকের পরে কমিশনের চেয়ারপার্সন বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, " কোরোনার সময় গোটা দেশের মধ্যে এরাজ্য সব থেকে ভালো পরিষেবা দিতে পেরেছে । যে সব মানুষের অক্লান্ত পরিশ্রমে এটা সম্ভব হয়েছে, তাঁরা হলেন চিকিৎসক, নার্স, গ্রুপ-ডি কর্মী, ম্যানেজমেন্ট স্টাফ প্রমুখরা ৷ তাঁদের সকলকে নিয়ে থ্যাংস গিভিং সেরিমনির চেষ্টা করা হচ্ছে । " তিনি আরও বলেন, "মূলত বেসরকারি হাসপাতাল থেকে নমিনেশন চাইবে কমিশন । সেইসব কৃতী মানুষকে সংবর্ধনা দেওয়া হবে । এই রকম একটা অনুষ্ঠানের কথা আমরা ভেবেছি ।" তবে, আসন্ন নির্বাচনের কারণে টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে । এইসব বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কমিশন কথা বলবে বলে জানিয়েছেন তিনি ।